লকডাউনের মধ্যে মদ কিনতে বেরিয়েছেন রকুল প্রীত? কী বললেন অভিনেত্রী!
মুখ খোলেন রকুল প্রীত
নিজস্ব প্রতিবেদন: লকডাউনের মধ্যে মদ কিনতে বেরিয়েছেন রকুল প্রীত সিং? অনলাইনে বলিউড অভিনেত্রীকে নিয়ে এমনই একটি ভিডিয়ো প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি দোকান থেকে বেরিয়ে আসছেন রকুল প্রীত। লকডাউনের মধ্যে বলিউড অভিনেত্রী কীভাবে মদ কিনতে বেরোলেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন : সেকি! রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা?
ভিডিয়োটি নিয়ে জোর গুঞ্জন শুরু হলে, মুখ খোলেন রকুল প্রীত। ফেক ভিডিয়ো তাঁর নাম করে চালানোয়, কারও বিরুদ্ধে তোপ দাগেননি। উপরন্তু, মজা করেই তার উত্তর দেন।
আরও পড়ুন : 'রাত ১২টা নাগাদ ডিনােরে এসো', বলিউডের জনপ্রিয় পরিচালকদের নিয়ে বিস্ফোরণ শার্লিনের
দেখুন কী বললেন রকুল প্রীত...
লকডাউনের মধ্যে মদের দোকান খুলে দেওয়া নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খোলেন মালাইকা অরোরা। তিনি বলেন,বর্তমান পরিস্থিতিতে মদের দোকান খুলে দেওয়ার ফলে গার্হস্থ হিংসার মাত্রা যেমন বাড়বে, তেমনি বেড়ে যাবে শিশুদের উপর অত্যাচারও। বর্তমান পরিস্থিতিতে কোনওভাবেই মদের দোকান খোলা উচিত নয় বলে মত প্রকাশ করেন বলিউডের ছইয়া ছইয়া গার্ল।