নিজস্ব প্রতিবেদন : ​করোনা (COVID 19) রুখতে ভ্যাকসিন নিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণের (Ram Charan) স্ত্রী উপাসনা।  নিজের সোশ্য়াল হ্যান্ডেলে ভ্যাকসিন নেওয়ার সেই ছবি শেয়ার করেন অভিনেতার স্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উপাসনা জানান, 'ভ্যাকসিন নেওয়ার পর নিজেকে নিরাপদ মনে করছেন। আমাদের সরকার খুব ভাল কাজ করছে। ভ্যাকসিন নেওয়ার পর আশ্বস্ত মনে হচ্ছে। ফলে কেউ যেন ভ্যাকসিন নিতে দেরি না করেন।' ২০২০ সালে যে আতঙ্ক, ভয়ের মধ্যে দিয়ে সবাইকে কাটাতে হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর সেই সবকিছুর অবসান হবে বলে মনে করেন উপাসনা। এসবের পাশাপাশি ভ্যাকসিন নিয়ে গোটা দেশের মানুষ যাতে সুস্থ থাকেন, জয় হিন্দ বলে সেই প্রার্থনাও করেন উপাসনা।


আরও পড়ুন : পূর্ণ গর্ভাবস্থায় Kareena-র নাচ, ভাইরাল ভিডিয়ো



প্রসঙ্গত বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদকর ইতিমধ্যেই করোনার ভ্য়াকসিন নিয়েছেন। দুবাইতে থেকে ওই ভ্যাকসিন নেন শিল্পা। চিনের কোভিড ভ্যাকসিনের পরপর দুটি ডোজ নিয়ে তিনি সুস্থ রয়েছেন বলেও জানান বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী।