Ram Gopal Varma On Draupadi Murmu: `দ্রৌপদী রাষ্ট্রপতি হলে, পাণ্ডব কারা?`, টুইট বিতর্কে রামগোলাপ, `মহাফাঁপড়ে` পরিচালক
বিতর্ক বাড়ছে দেখে পাল্টা টুইট করেন রামগোলাপ ভার্মা (Ram Gopal Varma)। তিনি লেখেন, `আমি শুধুমাত্র কথার কথা বলেছি। দ্রৌপদী আমার সবচেয়ে প্রিয় মহাভারতের চরিত্র। আমি প্রতীকী হিসেবে বলেছি। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়।`
নিজস্ব প্রতিবেদন: এনডিএ-র (NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে টুইট করে বিতর্কে রামগোলাপ ভার্মা (Ram Gopal Varma)। তাঁর বিরুদ্ধে পুলিসি অভিযোগ দায়ের। পাল্টা টুইটে বিতর্ক থামানোর চেষ্টা করলেন চলচ্চিত্র পরিচালক।
কী লিখেছিলেন?
টুইটে রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) নিয়ে রামগোলাপ ভার্মা (Ram Gopal Varma) লেখেন, "যদি দ্রৌপদী রাষ্ট্রপতি হন, তবে পাণ্ডব কারা? আরও উল্লেখযোগ্য বিষয় হল, কৌরবই বা কারা?"
পরিচালকের এই মন্তব্যের পরই বিতর্ক মাথাচড়া দেয়। নিন্দায় সরব হন নেটিজেনদের অনেকেই। বিজেপির তরফেও রামগোলাপ ভার্মার (Ram Gopal Varma) নিন্দা করা হয়। হায়দরাবাদ পুলিস স্টেশনে তাঁর নামে অভিযোগও দায়ের হয়েছে।
রামগোপালের পাল্টা টুইট
বিতর্ক বাড়ছে দেখে পাল্টা টুইট করেন পরিচালক। তিনি লেখেন, "আমি শুধুমাত্র কথার কথা বলেছি। দ্রৌপদী আমার সবচেয়ে প্রিয় মহাভারতের চরিত্র। আমি প্রতীকী হিসেবে বলেছি। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়।"