নিজস্ব প্রতিবেদন : ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজো। অযোধ্যায় ভূমি উপলক্ষে ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে ট্যুইট করলেন পর্দার রাম অরুণ গোভিল। তিনি বলেন, ইতিহাসের পাতায় আজকের দিনের নামকে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রাম মন্দিরের শিলান্যাসের মাধ্যমে পুরো দুনিয়ার রাম ভক্তদের স্বপ্ন সত্যি হচ্ছে। দুনিয়ার সব রাম ভক্তদের এই উপলক্ষে শুভেচ্ছা জানান পর্দার রামায়নের রাম অরুণ গোভিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : সুশান্ত, দিশা দুজনকেই খুন করা হয়েছে, অভিযোগ মহারাস্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর


দেখুন কী লিখলেন অরুণ গোভিল...


 



রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে নিজের ইনস্টাগ্রামে স্টেটাস দেন দীপিকা চিখিলয়াও। রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে প্রত্যেককে শুভেচ্ছা জানান পর্দার সীতা। দেখুন কী লিখলেন দীপিকা চিখলিয়া...


 



এদিকে বুধবার রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান উপলক্ষে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে মোদীর সঙ্গে বুধবার একই মঞ্চে থাকবেন আরও ৪ জন। তাঁদের সকলের নামই ছাপা হয়েছে গেরুয়া আমন্ত্রণ পত্রে। অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর পাশাপাশি থাকছেন আরএসএসের মোহন ভাগবত। থাকছেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দী বেন পটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঞ্চে এছাড়াও থাকবেন রাম মন্দির ট্রাস্টের প্রধান মোহন্ত নৃত্য গোপাল দাস।