দেশ জুড়ে লকডাউনের মাঝেই চলে গেলেন রামায়ণের সুগ্রীব
শোক প্রকাশ করেন অরুণ গোভিল
নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন রামায়ণের সুগ্রীব ওরফে অভিনেতা শ্যাম সুন্দর কলানি। রামায়ণ-খ্যাত অভিনেতার মৃত্যুর খবর ছড়াতেই শোক প্রকাশ করে সিনে মহল।
শ্যাম সুন্দর কলানির মৃত্যুর খবরে ট্যুইটারে শোক প্রকাশ করেন অভিনেতা অরুণ গোভিল। দুঃখপ্রকাশ করে তিনি জানান, শ্যাম সুন্দর একজন ভাল মানুষের পাশাপাশি ভাল অভিনেতা ছিলেন একজন। তাঁর আত্মার শান্তি কামনা করেন পর্দার রাম অরুণ গোভিল।
অভিনেতা সুনীল লাহরিও শোক প্রকাশ করেন। শ্যাম সুন্দর কলানি একজন ভাল মানুষ ছিলন বলে শোক প্রকাশ করেন সুনীল লাহরি। শ্যাম সুন্দের মৃত্যুতে ওর পরিবার যাতে মনের জোর পায়, সেই আশাও প্রকাশ করেন পর্দার লক্ষ্মণ।
প্রসঙ্গত ১৯৭৮ সালে রামানন্দ সাগরের রামায়ণে সুগ্রীবের চরিত্রে অভিনয় করেন শ্যাম সুন্দর। সুগ্রীবের পাশাপাশি বালির চরিত্রেও অভিনয় করেন তিনি।
আরও পড়ুন : ছেলের দেখা পাচ্ছেন না, কী বললেন সলমনের বাবা সেলিম খান!
করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে গোটা দেশ জুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর লকডাউন ঘোষণার পর ফের নতুন করে রামায়ণ সম্প্রচার শুরু করেছে দূরদর্শন।