ছেলের দেখা পাচ্ছেন না, কী বললেন সলমনের বাবা সেলিম খান!
পানভেলে আটকে সলমন খান
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/29/172471-joyeeta71235.jpg?itok=ojXuRS4o)
![ছেলের দেখা পাচ্ছেন না, কী বললেন সলমনের বাবা সেলিম খান! ছেলের দেখা পাচ্ছেন না, কী বললেন সলমনের বাবা সেলিম খান!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/04/10/243510-slm-salim-khan.jpg)
নিজস্ব প্রতিবেদন : লকডাউনের মধ্যে পড়ে গিয়েছেন, সেই কারণে আটকে পড়েছেন বাগান বাড়িতেই। সোহেল খানের ছেলে নির্ভানকে নিয়ে সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করেন সলমন। যেখানে ভাইজান বলেন, লকডাউনের আগে পানভেলের বাগান বাড়িতে এসেছিলেন তাঁরা কিন্তু সেখানে থাকতেই বিগড়ে যায় পরিস্থিতি। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকডাউন ঘোষণা করার পর পানভেলের বাগান বাড়িতেই আটকে পড়েন তাঁরা। করোনা সংক্রমণের ভয়ে সেখান থেকে আপাতত বের হতে পারছেন না। ফলে বাবার সঙ্গেও গত ৩ সপ্তাহ ধরে দেখা করতে পারেননি তিনি।
আরও পড়ুন : করোনার আতঙ্কে ভুগছেন, ৩ সপ্তাহ বাবাকে দেখতে পাননি, কী বললেন সলমন!
সলমন জানান, সংক্রমণের ভয়ে কোনওভাবেই তিনি পানভেল থেকে ব্যান্দ্রায় যাচ্ছেন না। ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাঁর বাবা একা রয়েছেন। কী করছেন, কেমন আছেন বাবা, তা বুঝতে পারছেন না বলেও আশঙ্কা প্রকাশ করেন সলমন।
আরও পড়ুন : করোনা রুখতে ফের দরাজ অক্ষয়, ২৫ কোটির পর ৩ কোটির অনুদান অভিনেতার
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সলমনের বাবা সেলিম খান। তিনি জানান, সলমনের সঙ্গে ভিডিয়ো কলের মাধ্যমে যোগাযোগ করছেন তিনি। সব সময় ছেলের সঙ্গে দেখা করছেন। তাঁকে নিয়ে সলমন যেন অযথা চিন্তা না করেন, সে বিষয়েও বার্তা দেন সেলিম খান।