ওয়েব ডেস্ক: এই মুহূর্তে বলিউডের সব থেকে বড় খবর রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফের ব্রেক আপ। দুই তারকার বিচ্ছেদ যে হয়ে গিয়েছে, এটা সবাই জেনে গিয়েছে। এখন সবার মনে কৌতূহল, কেন বিচ্ছেদটা হল দুজনের? প্রথমে শোনা যাচ্ছিলো দীপিকা পাড়ুকোনের জন্যই নাকি ব্রেক আপটা হয়ে গিয়েছে রণবীর এবং ক্যাটের।
কিন্তু এখন শোনা যাচ্ছে, এমনটা মোটেই নয়। এখন খবর এটাই যে, দুজনের বিচ্ছেদের বড় কারণ আলিয়া ভাট! পরিচালক ইমতিয়াজ আলির বাড়িতেই একসঙ্গে গিয়েছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। তারপর থেকে ক্য়াট নাকি খেয়াল করে দেখেন, সব পার্টিতেই আলিয়া থাকেন। রণবীরের সঙ্গে আলিয়ার এই সখ্যতা নাকি একেবারেই মেনে নিতে পারেননি ক্যাট। তাই ব্রেক আপ!