অফস্ক্রিন প্রেম ভেঙে অনস্ক্রিন রোম্যান্সে রণবীর-ক্যাটরিনা
সদ্য ব্রেক-আপ হয়েছে। একে অপরের সঙ্গে দেখা তো দূরের কথা, কথাও বন্ধ। চেষ্টা করছেন `মুভ অন`-এর। এমন সময় ফের দেখা। আবার এক ফ্রেমে বন্দী রণবীর-ক্যাটরিনা।
ওয়েব ডেস্ক: সদ্য ব্রেক-আপ হয়েছে। একে অপরের সঙ্গে দেখা তো দূরের কথা, কথাও বন্ধ। চেষ্টা করছেন 'মুভ অন'-এর। এমন সময় ফের দেখা। আবার এক ফ্রেমে বন্দী রণবীর-ক্যাটরিনা। তবে কি গলছে বরফ?
না, রণবীর-ক্যাটরিনার সম্পর্কের বরফ গলছে না তবে জট কেটেছে অনুরাগ বসুর পরবর্তী ছবি 'জজ্ঞা জাসুস'-এর। রণবীর-ক্যাটরিনার প্রেম পর্বের ইতি তাঁর ছবির শুটিংয়েও ইতি টেনেছিল। অবশেষে সেই অসমাপ্ত কাজ করতে রাজি দু'জনেই। কিন্তু সেটে 'এক্স'-এর সঙ্গে শুটিং করতে কেউই যাতে অসুবিধায় না পড়েন সেদিকে নজর রাখছেন পরিচালক অয়ন মুখার্জি। প্রয়োজন না হলে আলাদা আলাদাই শুটিং করছেন রণবীর-ক্যাটরিনা।