এ কেমন রানি, বদলে গেল চেহারা!
‘মর্দানি’-র পর থেকে বেশ কিছুদিন সিলভার স্ক্রিনে দেখা যায়নি রানি মুখার্জিকে। এরপর মা হয়েছেন রানি। চোপড়া-গিন্নির কোল আলো করে এসেছে আদিরা। মেয়ের জন্মের পর থেকে ক্যামেরার মুখোমুখি হননি রানি`মা`। শোনা যাচ্ছে, এবার নাকি ‘হিচকি’ দিয়ে ফের কামব্যাক করবেন রানি মুখার্জি। সিনেমা মুক্তির আগেই ফের অন্য লুকে দেখা গেল রানিকে।
নিজস্ব প্রতিবেদন: ‘মর্দানি’-র পর থেকে বেশ কিছুদিন সিলভার স্ক্রিনে দেখা যায়নি রানি মুখার্জিকে। এরপর মা হয়েছেন রানি। চোপড়া-গিন্নির কোল আলো করে এসেছে আদিরা। মেয়ের জন্মের পর থেকে ক্যামেরার মুখোমুখি হননি রানি'মা'। শোনা যাচ্ছে, এবার নাকি ‘হিচকি’ দিয়ে ফের কামব্যাক করবেন রানি মুখার্জি। সিনেমা মুক্তির আগেই ফের অন্য লুকে দেখা গেল রানিকে।
আরও পড়ুন : শাহরুখের সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন, গৌরীর রোষেই কি ডন থ্রি থেকে বাদ প্রিয়াঙ্কা!
চলতি বছর দুর্গাপুজোয় শাড়ি, সিঁদুরে দেখা গিয়েছিল রানিকে। যা দেখে পাপারাতজির মুখ ‘হাঁ’ হয়ে গিয়েছিল। কিন্তু, এবার সেই রানি মুখার্জিকে দেখা গেল এক্কেবারে অন্যরকম লুকে। কালো টি শার্টের সঙ্গে চামড়ার জ্যাকেট, সঙ্গে ব্লু জিন্স এবং সাদা রঙের জুতোয় হাঁটতে দেখা গেল চোপড়া ম্যানসনের বউমাকে।
তবে রানির লিপস্টিকের রং নিয়ে কিন্তু ফ্যাশন পুলিস বেশ কিছুটা আড়চোখেই তাকাতে শুরু করেছে। বলিউডের এক সময়ের সেরা অভিনেত্রী হয়েও রানি কীভাবে ‘ফ্যাশন মিসটেক’ করলেন, তা নিয়ে আলোচনা কিন্তু চলছে।
দেখুন সেই ছবি..