নিজস্ব প্রতিবেদন :  দুর্গাপুজোর ভাসানে ঢাকের তালে তুফানি নাচ রঞ্জিত মল্লিকের। দশমীতে এমনই একটি স্মৃতি মেদুর  ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ভিডিয়োটি অবশ্য ১৯৮৮ সালের। বাড়ির পুজোর পুরনো ভিডিয়ো পোস্ট করে নস্টালজিক কোয়েল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিনেত্রী কোয়েল মল্লিকের পোস্ট করা ভিডিয়োতে উঠে এসেছে মল্লিক বাড়ির পুরনো দিনের স্মৃতি। যেখানে দশমীর দিন দুর্গাকে সিঁদূরে রাঙিয়ে, মিষ্টি খাইয়ে, পান, ধান, দূর্বা দিয়ে বরণ করতে দেখা যাচ্ছে। তারপরেই ঢাকের তালে অভিনেতা রঞ্জিত মল্লিককে জমিয়ে নাচতে দেখা যাচ্ছে ভিডিয়োটিতে। ভিডিয়োতে দেখা যাচ্ছে মল্লিক বাড়ির আরও বেশকিছু সদস্যকে। ভিডিয়োর অডিওটিও অরিজিনাল বলেই লিখেছেন কোয়েল।


আরও পড়ুন-পরিবার আর প্রবাসী বন্ধুদের সঙ্গে সিঙ্গাপুরের বাড়িতেই দুর্গাপুজো ঋতুপর্ণার




কোয়েলের পোস্ট করা একটি ভিডিয়োতে উঠে এসেছে ছোটবেলায় বাড়ির সামনের নর্দান পার্কের পুজো দেখতে যাওয়, ফুচকা খাওয়ার কথাও।



দশমীতে পুজোর শেষদিনে সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানাতেও ভোলেননি কোয়েল মল্লিক। লিখেছেন,  ''সকলের জীবনে আরোগ্য-শান্তি-সুখ-সমৃদ্ধি আর আনন্দ কামনা করি...বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা!ভালো থাকুন, ভালো রাখুন...শুভ বিজয়া''


আরও পড়ুন-জন্মদিনটা অনুরাগীদের সঙ্গেই সেলিব্রেট করলেন অভিনেত্রী মধুমিতা সরকার