জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোহিনী-শোভনের বিয়ের নিয়ে বির্তকে রণজয় বিষ্ণু। সোহিনীর বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় তাঁর সঙ্গে প্রাক্তন প্রেমিক রণজয়ের কথা। এমনকী অভিনেতার নামে প্রাক্তন প্রেমিকাদের এটিএম কার্ড হিসাবে ব্যবহার করার অভিযোগও আসে। প্রাক্তন প্রেমিকা সায়ন্তনী নাম না করে একটি পোস্টে বেশ কিছু কথা লেখেন। রিয়্যাক্ট করে যা সমর্থন করতে দেখা যায় সোহিনী সরকারকে। আরও এক প্রাক্তন প্রেমিকা প্রিয়াঙ্কা মন্ডলও একই কথা বলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Prosenjit-Dev on Technician Strike: 'ভালো কাজের জন্য কোটি কোটি ব্যয় করে স্টুডিয়ো বানিয়েছেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই...' ক্ষোভ প্রসেনজিত্‍-দেবের 


যা নিয়ে বিস্তর জলঘোলা হয়। আর এতেই রণজয়ের মানসিক ও পারিবারিক শান্তি বিঘ্নিত হয়েছে বলে দাবি অভিনেতার। এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রণজয় লেখেন, 'বিগত দিনের বেশ কিছু খবরে আমি এবং আমার পরিবার ব্যথিত ও মর্মাহত। আমরা পরিবার হিসেবে প্রস্তুত ছিলাম না এরকম অনভিপ্রেত কিছু ঘটনার জন্য। যে ঘটনাগুলোতে আমার ও আমার পরিবারের মানসিক শান্তি বিঘ্নিত। আমার কর্মজীবন ক্ষতিগ্রস্ত। যে সমস্ত মানুষজন আমাকে নিয়ে বিভিন্ন কাল্পনিক ঘটনা ও বক্তব্য পাব্লিক ফোরাম এবং মিডিয়া পোর্টালের কাছে অবতারনা করে বর্তমান সময়ে গুরুত্ব পাওয়ার করুণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি পূর্ণ সমবেদনা রইল।'


তবু শুধুমাত্র প্রচারের লোভে আমার ব্যক্তিগত জীবনকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আমার পরিবারকে পাব্লিক ফোরামে ছোট করার জন্য আমায় এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই হত। কারণ আত্মলোভী, অসৎ কিছু মানুষ হঠাৎ অতীতের কবর খুঁড়ে কিছু মিথ্যে ঘটনার অবতারনা করে শুধু আমাকে ছোট করছে না, অপমানিত করছে আমার পরিবারকে।


রণজয়ের  বক্তব্য, 'আমি জানি স্যোশাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে তার প্রত্যুত্তর সম্ভব নয়,কারণ আমার বিরুদ্ধে বলা মিথ্যে কথাগুলো ক্রিমিনাল অফেন্স এবং কথাগুলো যদি সত্যি হয় আমি ক্রাইমের সাথে যুক্ত। তাই এই সমস্ত মিথ্যে কথার উত্তর আমি আইনি পথেই দেব এবং শুধুমাত্র প্রচারের লোভে যারা এই অন্যায় ক্রমাগত করে চলেছেন তাদের যাবতীয় উত্তর আইন দেবে। আমি এবং আমার পরিবারের মর্যাদা যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থ আর ক্ষুদ্র প্রচারের লোভে ক্ষুণ্ণ করলেন তাদের মানসিক সুস্থতা কামনা করি।' 


সম্প্রতি, রণজয়ের শুভেচ্ছাবার্তা প্রসঙ্গে বিদ্রুপ পোস্ট করেন সায়ন্তনী। সোহিনীও সাক্ষাতকারে জানান, সায়ন্তনী ফেসবুক পোস্টে যা লিখেছেন, সেগুলো তিনি অস্বীকার করতে পারবেন না। কারণ একই ঘটনার ভুক্তভোগী তিনিও। এরপরই বিতর্ক দানা বাঁধে। এবার তা নিয়েই আইনি পথে যাবার কথা স্পষ্ট করেন রণজয় বিষ্ণু। 



আরও পড়ুন, Dev on Technician's Strike: 'মুখ্যমন্ত্রী মহানায়ক সম্মান দিলেন আর সেই বুম্বাদারই শ্যুট বন্ধ করল ফেডারেশন' সরব দেব


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)