নিজস্ব প্রতিবেদন : রানাঘাট স্টেশনের ভবঘুরে জীবন থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে উঠেছিলেন রানু মণ্ডল। তার উপর হিমেশ রেশমিয়ার সুরে প্লে-ব্যক করে রানু হয়ে গিয়েছেন তারকা। বিভিন্ন গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন রানু। তবে আবার এই রানুই বিভিন্ন সময়, নানান কারণে সমালোচনার মুখোমুখিও হয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার আবারও একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন রানু মণ্ডল। এবার রানুর গলায় শোনা গেল বাংলা গান। রানু মণ্ডল গাইলেন বহুল জনপ্রিয় ''আমার দুচোখে চোখ রেখে দেখো,. বাজে কি বাজে না মনোবীণা'' গানটি। মূল গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। সুর সম্রাজ্ঞীর গাওয়া এই গান নিজের মতো করে গাইলেন রানু। একটি সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করা হয়েছে রানুর গাওয়া এই গান।


আরও পড়ুন-দেশকে টুকরো করছে যাঁরা, তাঁদের পাশে আপনি? দীপিকাকে প্রশ্ন স্মৃতির


শুনে নিন রানু মণ্ডলের গাওয়া এই গান...



আরও পড়ুন-নেহা কক্করই তাঁর পুত্রবধূ হতে চলেছেন, জানিয়ে দিলেন উদিত নারায়ণ!


রানাঘাট স্টেশন 'এক প্যার কা নগমা' গেয়ে ভাইরাল হন রানু মণ্ডল। সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার পর প্রথমে মুম্বইয়ের একটি রিয়েলিটি শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমিয়ার স্টুডিয়োতে গিয়ে পর পর দুটি গান রেকর্ড করান রানু মণ্ডল। তবে শুধু হিন্দি গানই নয়, গত বছর পুজোর গানও রেকর্ড করেছিলেন রানু।