নিজস্ব প্রতিবেদন : ইতালির ভিলা দেন বেলবিয়ানেল্লো নামের বিলাসবহুল ভিলায় কেমনভাবে বিয়ে সারলেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন? যা নিয়ে প্রায় গোটা দেশের মানুষের উত্সাহ একেবারে তুঙ্গে। পুরো নির্ধারিত সূচি অনুযায়ীই ইতালিতে বসে রণবীর সিং এবং দীপিকা পাডুকনের বিয়ের আসর। ১৪ নভেম্বর কঙ্কনি প্রথায় গাঁট ছড়া বাঁধেন রণবীর-দীপিকা। ১৫ নভেম্বর তাঁদের বিয়ে হবে সিন্ধি মতে। বিয়ের কোনও ছবি বা ভিডিও তাঁদের অনুমতি ছাড়া প্রকাশ্যে আনা যাবে না বলে আগেই জানিয়েছিলেন বলিউডের এই জুটি। যেমন কথা তেমনি কাজ। বিয়ের দু'দিন নির্দিষ্ট সময় পর্যন্ত নিষিদ্ধ করে দেওয়া দেওয়া হয় সেখানে হাজির অতিথিদের মোবাইল ফোন। কিন্তু, সংবাদমাধ্যমকে কিছুতেই আটকানো যায়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : রণবীর-দীপিকার কঙ্কনি রীতিতে বিয়ের পর চলল বিলাসবহুল পার্টি! দেখুন
বলিউডের হাই প্রোফাইল তারকা জুটির বিয়ে উপলক্ষে ১৪ নভেম্বর সকাল থেকেই লেক কোমোতে ভিড় জমাতে শুরু করে একাধিক সংবাদমাধ্যম। সেখানে হাজির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের ক্যামেরায় রণবীর সং এবং দীপিকা পাডুকনের বিয়ের আগের এবং পরের মুহূর্তের ভিডিও উঠে আসে। খুব কাছ থেকে না হলেও, সেই ভিডিওগুলির বেশ কয়েকটায় নব দম্পতির ছবিও উঠে আসে। তবে অস্পষ্টভাবে। 


আরও পড়ুন : রাজকীয়ভাবে 'দুলহানিয়া'-র কাছে পৌঁছলেন রণবীর, দেখুন ভিডিও
দেখুন সেই ভিডিও...


 





ভিডিওতে দেখা যাচ্ছে, বুধবার বিয়ের পর ভিলা দেল বেলবিয়ানেল্লো থেকে বেরিয়ে আসছেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন। তাঁদের ছবি যাতে কোনওভাবে ক্যামেরার সামনে সামনে না উঠে আসে, তার জন্য নিজেদের ছাতায় মুড়ে ফেলেন তাঁরা। ভিডিও থেকে যেটুকু আভাস পাওয়া যায় তাতে স্পষ্ট, বিয়ের প্রথম দিনে লাল এবং আইভরি রঙের শাড়ি পড়ে ভিলায় হাজির হন দীপিকা পাডুকন। রণবীরের পরনে ছিল সাদা রঙের পোশাক। যা নিয়ে ইতিমধ্যেই জোর জোর জল্পনা শুরু হয়েছে।


আরও পড়ুন : বিয়ের দিন যেন 'রানি'-র মত সাজেন ঐশ্বর্য, বিপাশা, করিনারা, দেখুন
এদিকে কঙ্কনি প্রথায় বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার রণবীর-দীপিকার সিন্ধি প্রথায় বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। বৃহস্পতিবারই সিন্ধি প্রথা মেনে ফের ছাদনাতলায় বসবেন রণবীর সিং এবং দীপিকা পাডুকন। এরপর বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে ৭টার মধ্যে 'দিপবীরের' বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে আস্তে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।