বিয়ে বাড়ির ডান্স ফ্লোর মাতালেন রণবীর, সঙ্গ দিলেন অনিল কাপুর
ওয়েব ডেস্ক: ব্যবসায়ী অনিল মুসারত এর মেয়ের বিয়ে বলে কথা। আর সেই উপলক্ষে গোটা সপ্তাহ ধরে লন্ডনে চলছে গ্র্যান্ড সেলিব্রেশন। হাজির বলিউড সেলিব্রিটিরা। কে নেই সেখানে, হৃত্বিক রোশন, সোনম কাপুর, করণ জোহর, অনিল কাপুর, রণবীর সিং সহ আরও অনেকেই।
বিয়ের রীতিনীতি ও অনুষ্ঠান হয়েছে ম্যাঞ্চেস্টারে। তবে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল লন্ডনের ডরচেষ্টার হোটেলে। সেখানে ডান্স ফ্লোর একাই কাঁপালেন রণবীর সিং। একের পর এক গানে ডান্স ফ্লোরে আগুন ধরিয়ে দিলেন তিনি। 'মাই নেম ইস লক্ষণ' দিয়ে শুরু তারপর, 'তাতার তাতার-রাম জি কী চাল দেখো', গোলিয়োঁ কি রাসলীলা, রামলীলা, বাদশাহ, ডিজে ওলে বাবু, তন্নু ওয়েডস মন্নু, 'সাদি গলি'... রণবীরের নাচ যেন এদিন থামতেই চাইছিল না। তাঁর এনার্জি দেখে হতবাক সকলেই।
দেখলে আপনিও একাট শব্দই বলবেন 'ক্রেজি'।
তার উপর রণবীরের ডান্স ফ্লোরে সাঙ্গ হয়েছিলেন অনিল কাপুর, তাঁকে দেখেও বিন্দুমাত্র মনে হল না যে তাঁর বয়স হয়েছে।...
আরও পড়ুন-সিরিয়ার উদ্বাস্তু শিশুদের পাশে দাঁড়িয়ে ট্রোলড হলেন প্রিয়াঙ্কা, ছাড়লেন না জবাব দিতেও