নিজস্ব প্রতিবেদন: তিনি নাকি যৌনতার বিষয়ে 'বিশেষজ্ঞ'। এবার প্রকাশ্যে এমনই দাবি করে বসলেন রণবীর সিং। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মহারাষ্ট্রে বন্যা দুর্গতদের ২৫ লক্ষ দিলেন আমির খান


বরাবরই সব বিষয়ে খোলামেলা ভাবেই কথা বলতে পছন্দ করেন বলিউড অভিনেতা রণবীর সিং। সে সবার সামনে স্ত্রী দীপিকার প্রশংসা করাই হোক বা অনুরাগী ও সহকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক। সবসময়েই নিজের মন মতো চলেন অভিনেতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। 


আরও পড়ুন : প্রভাসকে 'সঙ্গ' দেওয়ায় জ্যাকলিন কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন!
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রণবীর সিং বলেন, মাত্র ১২ বছর বয়সেই নাকি কুমারত্ব হারান তিনি, তাও আবার বয়সে বড় একজন মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে। অভিনেতার কথায়, 'আমার যখন ১২ বছর বয়স, তখনই আমি প্রথম কুমারত্ব হারাই। আমি সবকিছুই তাড়াতাড়ি শুরু করেছিলাম। নিজের বয়সের তুলনায় বেশিই পাকা ছিলাম। সেই কারণে স্কুলের অন্য ছেলেদের মায়েরা বলতেন, আমি বাকিদের নষ্ট করে দিচ্ছি। স্কুলে বাকি ছেলেরা আমাকে ঘিরে থাকত, আর আমি তাদের শিক্ষা দিতাম। ওরা তখনও এই বিষয়ে কিছুই জানত না। সেখানে আমি ওই বয়সেই বিশেষজ্ঞ হয়ে গিয়েছিলাম।'