প্রয়াত রণবীর সিংয়ের ঠাকুমা, প্রাক্তন অভিনেত্রী চাঁদ বর্ক
প্রয়াত রণবীর সিংয়ের ঠাকুমা চাঁদ বর্ক। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ওনার চিকিৎসা চলছিল। ঠাকুমার আকষ্মিক মৃত্যুর খবরে রণবীর সিং সমস্ত শ্যুটিং বাতিল করেছেন বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই রণবীরের অসুস্থতার খবর পেয়ে কিছুদিন আগেই তাঁকে দেখতে গিয়েছিলেন সিং পরিবারের হবু বৌ দীপিকা পাড়ুকোন।প্রসঙ্গত ঠাকুমাই রণবীরের সবথেকে কাছের বন্ধু ছিলেন। দীপিকার কথা রণবীর প্রথমে তাঁর ঠাকুমাকেই জানিয়েছিলেন।
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত রণবীর সিংয়ের ঠাকুমা চাঁদ বর্ক। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ওনার চিকিৎসা চলছিল। ঠাকুমার আকষ্মিক মৃত্যুর খবরে রণবীর সিং সমস্ত শ্যুটিং বাতিল করেছেন বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই রণবীরের অসুস্থতার খবর পেয়ে কিছুদিন আগেই তাঁকে দেখতে গিয়েছিলেন সিং পরিবারের হবু বৌ দীপিকা পাড়ুকোন।প্রসঙ্গত ঠাকুমাই রণবীরের সবথেকে কাছের বন্ধু ছিলেন। দীপিকার কথা রণবীর প্রথমে তাঁর ঠাকুমাকেই জানিয়েছিলেন।
ঠাকুমা চাঁদ বর্ক রণবীর সিংয়েরও ভীষণই কাছের ছিলেন। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, '' আমার পরিবারে ঠাকুমা চাঁদ বর্ক ভীষণই গুরুত্বপূর্ণ সদস্য। তিনি আমার হৃদয়ের ভীষণই কাছের একজন মানুষ। অক্সিজেন, জলের মতই আমার কাছে আমার ঠাকুমা গুরুত্বপূর্ণ। আমার পরিবার, ফ্যান সবাই আমার কাছে গুরুত্বপূর্ণ, তাঁদের মধ্যে আমার ঠাকুমা অন্যতম। উনিই আমাকে কোলে পিঠে করে বড় করেছেন। আমাকে অনেক আদর দিয়েছেন। আমি আমার সিনেমার গল্পও ঠাকুমার সঙ্গে করে থাকি।''
প্রসঙ্গত, রণবীরের ঠাকুমার চাঁদ বর্কও প্রক্তন অভিনেত্রী ছিলেন। স্বাধীনতার পূর্বে অবিভক্ত ভারতের তিনি লাহোরের বাসিন্দা ছিলেন। ১৯৪৬ সালে মহেশ্বরী প্রযোজনা সংস্থার ''কাঁহা গ্যায়ে' নামে একটি ছবিতে তিনি অভিনয় করেছিলেন। সেসময় ''ডান্সিং লিলি অফ পঞ্জাব''নামেই ডাকা হত তাঁকে।১৯৪৫ সালে তিনি রণবীর সিংয়ের ঠাকুরদা সুন্দর সিং ভবানিকে বিয়ে করেন, এবং সেসময় সেই বিয়েও লাভ ম্যারেজ ছিল। ''হামারি মনজিল'', ''বুট পলিশ'' সহ বিভিন্ন ছবিতেওবিভিন্ন ভূমিকায় অভিনয় করেন চাঁদ। পরবর্তীকালে দেশভাগের পর তাঁদের পরিবার মুম্বইতে চলে আসে। সেসময় অভিনেত্রী চাঁদ বর্কের কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়।
জানা গিয়েছে রণবীর সিংয়ের ঠাকুমা তথা প্রাক্তন অভিনেত্রী চাঁদ বর্কের অন্তষ্টির সময় উপস্থিত থাকবে গোটা সিং পরিবার ও অনিল কাপুর, সুনীতা কাপুর ও সোনম কাপুররা। প্রসঙ্গত, রণবীরের ঠাকুমা চাঁদ বর্ক সম্পর্কে অনিল কাপুরের স্ত্রী সুনীতা কাপুরের কাকিমা হন।