কঙ্কনার ফিল্মে কিছুতেই কাজ করতেই রাজি ছিলেন না রণবীর
আগামী ২ জুন রিলিজ করতে চলেছে কঙ্কনা সেন শর্মার পরিচালনায় প্রথম ফিল্ম `আ ডেথ ইন দ্য গুঞ্জ`। তাঁর আগে ফিল্মের অন্যতম প্রধান অভিনেতা রণবীর সোরি বললেন, তিনি এই ফিল্মে অভিনয় করতেই চাননি। তার কারণও অবশ্য রয়েছে। বাস্তব জীবনে বিয়ের পর পাঁচ বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদ হয়ে যায় কঙ্কনা এবং রণবীরের। ওই বিচ্ছেদের সময়ই আ ডেথ ইন দ্য গুঞ্জের স্ক্রিপ্ট লিখে ফেলেন কঙ্কনা সেন শর্মা। কিন্তু রণবীর এই ফিল্মে অভিনয় করতে রাজি ছিলেন না। রণবীর সোরি বলেছেন, `আমাদের দুজনের মধ্যে সেইসময় সম্পর্কটা একেবারেই ভাল যাচ্ছিল না। তাই আমি ওই ফিল্ম থেকে সরে যেতে চাইছিলাম। এরকম পরিস্থিতে শুটিংয়ের ডেটও ঠিক হয়ে যায়। কঙ্কনা আমাকে বারবার অনুরোধ করতে থাকে। আমিই বা কতবার তাঁকে না বলতে পারি! তাই শেষ পর্যন্ত।`
ওয়েব ডেস্ক: আগামী ২ জুন রিলিজ করতে চলেছে কঙ্কনা সেন শর্মার পরিচালনায় প্রথম ফিল্ম 'আ ডেথ ইন দ্য গুঞ্জ'। তাঁর আগে ফিল্মের অন্যতম প্রধান অভিনেতা রণবীর সোরি বললেন, তিনি এই ফিল্মে অভিনয় করতেই চাননি। তার কারণও অবশ্য রয়েছে। বাস্তব জীবনে বিয়ের পর পাঁচ বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদ হয়ে যায় কঙ্কনা এবং রণবীরের। ওই বিচ্ছেদের সময়ই আ ডেথ ইন দ্য গুঞ্জের স্ক্রিপ্ট লিখে ফেলেন কঙ্কনা সেন শর্মা। কিন্তু রণবীর এই ফিল্মে অভিনয় করতে রাজি ছিলেন না। রণবীর সোরি বলেছেন, 'আমাদের দুজনের মধ্যে সেইসময় সম্পর্কটা একেবারেই ভাল যাচ্ছিল না। তাই আমি ওই ফিল্ম থেকে সরে যেতে চাইছিলাম। এরকম পরিস্থিতে শুটিংয়ের ডেটও ঠিক হয়ে যায়। কঙ্কনা আমাকে বারবার অনুরোধ করতে থাকে। আমিই বা কতবার তাঁকে না বলতে পারি! তাই শেষ পর্যন্ত।'
আরও পড়ুন কান ফিল্ম ফেস্টিভ্যালে অন্য লুকে সোনম কাপুর
পরিচালক হিসেবে কঙ্কনা কেমন? এই প্রশ্নের উত্তরে রণবীর বলেছেন, 'আমি সবসময়ই কঙ্কনাকে বলতাম যে, তুমি পরিচালনায় এসো। কারণ, পরিচালকদের মতো ও ছবিকে দেখতে পায়। অবশ্য ছবি পরিচালনায় আসার জন্য আমার থেকে কঙ্কনার মায়ের প্রেরণা বা অবদান অনেক বেশি। তবে, পরিচালক হিসেবে কঙ্কনা ঠিক কেমন, সেটা মাত্র এক ছবি দেখেই বিচার করতে বসে যাওয়াটা ঠিক হবে না। কঙ্কনা অভিনেত্রী হিসেবে কতটা প্রতিভাবান, সেটা ও প্রমাণ করেছে। ঠিক তেমনই পরিচালক হিসেবেও ও ঠিক কতটা প্রতিভাবান, সেটাও ও সময় পেলে ঠিক প্রমাণ করবে।' রণবীর এছাড়াও বলেছেন, 'আ ডেথ ইন দ্য গুঞ্জ' মোটেও মেন স্ট্রিম ছবি নয় যে, কোটি কোটি টাকার ব্যবসা করবে। বরং, এই ছবিটা দেশে-বিদেশের প্রচুর ফিল্ম ফেস্টিভেলে দেখোনোর ছবি। সম্মাণ পাওয়ার ছবি।'