নিজস্ব প্রতিবেদন: লোকনাথ, বেণী এবং বাকি সবাই জগন্নাথ দেবের জয়ধ্বনি দিতে থাকে। এদিকে নবাবের চরেরা রাজার গ্রামে আসে, রাজা মনে মনে কষ্ট পেতে থাকেন। রাজন নিজেকে বড় অসহায় মনে করেন। বড় রানী মলিন পোশাকে রাজনের সামনে আসেন। লোকনাথ রথ সাজালে সবাই রথ টানতে এগিয়ে আসে। কিন্তু, কেউ দড়ি টানতে পারে না। অবশেষে লোকনাথ দড়িতে হাত দিলে রথ চলতে থাকে। সকলে রথ টেনে নিয়ে যায়। কমলা সবার জন্য ভোগ রান্না করেন। এদিকে নবাবের সৈন্যরা রাজনকে গৃহ ছাড়া করতে এলে লোকনাথ সকলের সামনে রুখে দাঁড়ায়। এখানে ক্লিক করে দেখুন- জয়বাবা লোকনাথ


আরও পড়ুন- লোকনাথকে অটল প্রার্থনায় চোখ খুললেন কমলা