নিজস্ব প্রতিবেদন: মাদক মামলার সাক্ষী কীরন গোসাভিকে মহারাষ্ট্র পুলিস গ্রেফতার করার পরেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন সমীর ওয়াংখেড়ে। তাঁর আশঙ্কা গ্রেফতার করতে পারে মুম্বই পুলিস। ওই মামলায় সমীরকে সাময়িক স্বস্তি দিয়ে আদালত জানাল, মুম্বই পুলিসকে ৩ দিনের নোটিস দিতে হবে।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাদক মামলায় আরিয়ান খানকে গ্রেফতার করার পরই গোটা দেশে নায়ক হয়ে উঠেছেন সমীর ওয়াংখেড়ে। আবার একটা অংশের কাছে রাতারাতি খলনায়কও হয়েছেন। ঘুষ, তোলাবাজি থেকে ধর্ম গোপনের অভিযোগ পর্যন্ত উঠেছে। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে সমীর ওয়াংখেড়ে জানান,''আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে রাজ্য সরকার। আশঙ্কা করছি যে কোনও দিন গ্রেফতার করা হতে পারে। আমাকে আপৎকালীন রক্ষাকবচ দেওয়া হোক।'' সিবিআই বা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থার হাতে তদন্তভার দেওয়ার আর্জিও করেন সমীর। এ দিন আদালত জানিয়ে দিয়েছে, সমীরকে গ্রেফতারির আগে ৩ দিনের নোটিস দিতে হবে।        


শাহরুখ খানের ছেলে আরিয়ানকে মুক্তি দিতে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে সমীরের বিরুদ্ধে। অভিযোগ, সমীর নিজে আট কোটি টাকা ঘুষ নেবেন বলে নাকি দাবি করেছিলেন। এরপরেই এনসিবি তড়িঘড়ি সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার প্রক্রিয়ায় হাঁটে। তবে, সক্রিয় বেশি হওয়ার আশঙ্কা থেকে যায় মহারাষ্ট্র সরকারের। সমীরের বিরুদ্ধে ক্রমাগত হুঁশিয়ারি দিচ্ছিলেন নবাব মালিকের মতো মন্ত্রীরাও। ক্ষোভ প্রকাশ করছিল শিবসেনাও। এই আবহে পাল্টা যেকোনও সময় গ্রেফতারের সম্ভাবনা জোরালো হয়ে উঠছিল। তার পরই বোম্বে হাইকোর্টে সমীর ওয়াংখেড়ে আবেদন করেন, তাঁর বিরুদ্ধে তদন্ত হলে তা যেন সিবিআই করে। এমনকি মুম্বই পুলিসের মাধ্যমে তাঁকে গ্রেফতার করা হতে পারে, এমনটাও আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। আর সেই আবেদনের শুনানিতে কার্যত রক্ষাকবচ পেলেন তিনি। গোটা ঘটনায় সমীর বনাম মহারাষ্ট্র সরকারের চাপানউতোর ঘটনায় নতুন মোড় এনে দিল। 


আরও পড়ুন- পিকচার আভি বাকি হ্যায়, Aryan-র জামিনের পর হুঁশিয়ারি মহারাষ্ট্রের মন্ত্রীর


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)