ওয়েব ডেস্ক: আজ ৩১ জুলাই। শুধু তো আর এই দিনটা ভারতীয়দের কাছে জুলাই মাসের শেষদিনটা নয়। বরং, এই দিনটা দেশের সঙ্গীতপ্রেমীদের কাছে অন্য মাহাত্ম্য বহন করে। আজ যে, দেশের কিংবদন্তি গায়ক মহম্মদ রফির মৃত্যুদিন। মহম্মদ রফি জন্মেছিলেন ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর। নিজের সঙ্গীত জীবনে ক্লাসিকাল সঙ্গীত, বলিউডের সিনেমার গান, পপ, গজল, কাওয়ালি, ডিস্কো কোন ধরনের গান তিনি গাননি? শুধু তো গানের ভাগ নয়, কোন ভাষায় গান গাননি মহম্মদ রফি? হিন্দি, উর্দু, অসমিয়া, ভোজপুরি, কোঙ্কনি, ওড়িয়া, বাংলা, মারাঠি, সিন্ধি, গুজরাটি, কন্নড়, তেলেগু,ইংরেজি, ডাচ, ফার্সি, এই সব ভাষাতেই গান গেয়েছেন মহম্মদ রফি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে জায়রা ওয়াসিমের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করলেন আমির খান


আজ তাঁর মৃত্যুদিনে শুনেই নিন না ,কয়েকটা জাদুকণ্ঠের গান। দিনটাই বদলে যাবে আপনার। আমাদের পক্ষ থেকেও এই গানগুলো আজ শোনার জন্য আপনাকে পরামর্শ দেওয়া থাকল। ইচ্ছে হলেই শুনে নিন। ভাল লাগবে-
১) লিখে জো খত তুঝে
২) বাহারো ফুল বরসাও
৩) ক্যা হুয়া তেরা ওয়াদা
৪) গুলাবি আঁখে জো তেরি
৫) চুরালিয়া হ্যায় তুমনে জো দিলকো


আরও পড়ুন  সোশ্যাল মিডিয়ায় সোনম কাপুরের পোস্ট করা ছবিটা দেখেছেন?