ওয়েব ডেস্ক: ডিসেম্বরেই মুক্তি Star Wars সিরিজের নতুন ছবি রগ ওয়ান, আ স্টার ওয়ার্স স্টোরি-র। তার আগেই সিনেমার সব চরিত্রের পুতুল সংস্করণ বাজারে আনল ওয়ার্ল্ড ডিজনি। সেইসঙ্গে আরও কিছু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৭৭-এ  মুক্তি পেয়েছিল স্টার ওয়ার্স সিরিজের প্রথম ছবি  A New Hope। সেই ছবি এতটাই জনপ্রিয় হয়েছিল, যে সিনেমার অ্যাকশন চরিত্রদের পুতুল তৈরি করেছিল খেলনা প্রস্তুতকারক সংস্থা কেন্নার। বাকিটা ইতিহাস। পুতুলের জপ্রিয়তা যে কোন পর্যায়ে পৌছতে পারে, কোনও ধারনাই ছিল না ওই সংস্থার। ক্রমবর্ধমান চাহিদা মেটাতে, রাতভর কাজ করতেন কেন্নারের কর্মীরা। শেষপর্যন্ত ১৯৭৮ সালে পুতুল বিক্রির সংখ্যা দশ কোটি ছাড়িয়ে যায়।


আরও পড়ুন- শুধুমাত্র একটা শর্তেই সলমনের সঙ্গে কাজ করতে রাজী ঐশ্বর্য


সেই শুরু। তারপর যতবার মুক্তি পেয়েছে স্টার ওয়ার্স সিরিজের নতুন ছবি, পাল্লা দিয়ে বেড়েছে পুতুলের চাহিদা। চলতি বছর ডিসেম্বরে মুক্তি পাচ্ছে স্টার ওয়ার্স সিরিজের নতুন ছবি রগ ওয়ান, আ স্টার ওয়ার্স স্টোরি। ছবি ঘিরে ইতিমধ্যেই বাজারে উন্মাদনা তৈরি হয়েছে। তার আগেই ওয়ার্ল্ড ডিজনির পক্ষ থেকে বাজারে হাজির, সিনেমার সব চরিত্রের পুতুল। যা সংগ্রহে ব্যস্ত স্টার ভক্তরা।


নতুন ছবির প্রচারকে আরও আকর্ষণীয় করতে, আরও একধাপ এগিয়েছে ওয়ার্ল্ড ডিজনি। চালু হয়েছে গো রগ নামে প্রতিযোগিতা। যেখানে স্টার ফ্যানরা স্টার ওয়ার্সের বিভিন্ন চরিত্রের পুতুল নিয়ে শর্ট ফিল্ম তৈরি করছেন। মূল সিনেমার গল্পের সঙ্গে  শর্ট ফিল্মের মিল থাকতে হবে, তেমনটা কোথাও বলা নেই। স্টার ওয়ার্স প্রেমীরা তাদের কল্পনার ওপর ভিত্তি করেই তৈরি করছেন শর্ট ফিল্ম।


প্রতিযোগিতা চলবে একুশে অক্টোবর পর্যন্ত। সেরা শর্ট ফিল্ম দেখানো হবে স্যান ফ্রান্সিসকোর লুকাস ফিল্ম স্টুডিওর বড় পর্দায়, রগ ওয়ান, আ স্টার ওয়ার্স স্টোরির প্রিভিউইয়ের আগে। সমীক্ষায় দেখা গেছে, ইতিমধ্যেই গো রগ প্রতিযোগিতায় অংশ নিতে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে  জমা পড়েছে আট লক্ষ ৩৮ হাজার শর্ট ফিল্ম।


আরও পড়ুন- বক্স অফিসেও ছক্কা: ধোনিকে নিয়ে সিনেমা ১০০ কোটির পথে


একজন ছাড়া সিনেমার সব চরিত্রই পুতুল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কে সেই ব্যতিক্রমী  চরিত্র? ডার্থ ভাদের। ১৯৮৩ সালে স্টার ওয়ার্স সিরিজের রিটার্ন অফ জেডিতে শেষবার এই চরিত্রকে দেখা গিয়েছিল। প্রায় তিন দশক পর ফের স্টার ওয়ার্সে সামিল ডার্থ। তাই এই চরিত্রের পুতুল এবার প্রকাশ করেনি ডিজনি। সে যাই হোক, তারাদের পুতুল যুদ্ধ ঘিরে এখন জমজমাট গোটা বিশ্ব।