নিজস্ব প্রতিবেদন: ​জামিন পেলেন সৌভিক চক্রবর্তী। স্পোশাল এনডিপিএস কোর্টের তরফে বুধবার সৌভিকের জামিন মঞ্জুর করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় সৌভিক চক্রবর্তীকে। প্রথমে সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং পরে সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রিয়া এবং সৌভিক চক্রবর্তীর বাড়িতে তল্লাসির পরপরই অভিনেত্রীর ভাইকে গ্রেফতার করে এনসিবি। সৌভিকের পর রিয়াকে গ্রেফতার করা হলেও, গত অক্টোবরে মাদক মামলায় জামিন পান সুশান্তের বিশেষ বান্ধবী।


আরও পড়ুন : ব্রেন স্ট্রোকের পর অসাড় ডান হাত? কেমন আছেন 'আশিকি' অভিনেতা রাহুল রায়


গত ১৪ জুন মুম্বইয়ের ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত্যু হয় সুশান্ত সিং রাজপুতের। সুশান্তের মৃত্যুর পরই রিয়া চক্রবর্তী-সহ তাঁর পরিবারের বিরুদ্ধে পাটনার একটি থানায় এফআইআর দায়ের করেন প্রয়াত অভিনেতার বাবা। ওই ঘটনার পর থেকেই গোটা দেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। সুশান্তের মৃত্যুর জন্য কে বা কারা দায়ি, তাঁদের খুঁজে বের করে শাস্তির দাবিতে এখনও অনড় প্রয়াত অভিনেতার অনুরাগীরা।