`ড্রাগ সিন্ডিকেটের` সক্রিয় সদস্য হলেন রিয়া চক্রবর্তী! উঠে এল চাঞ্চল্যকর তথ্য
একের পর এক মাদক পার্টির আয়োজন করতেন রিয়া
নিজস্ব প্রতিবেদন : রিয়া চক্রবর্তীকে গ্রেফতারির পর এবার সামনে আসতে শুরু করেছে একাধিক তথ্য। গ্রেফতারির পর রিয়াকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হল। সুশান্তের মৃত্যু রহস্যে আরও বড় সত্যি প্রকাশ্যে আসতে পারে, সেই কারণেই জেরার জন্য রিয়াকে নেওয়া হল বিচার বিভাগীয় হেফাজতে।
আরও পড়ুন : গ্রেফতারির পর রিয়া চক্রবর্তী, বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হতে পারে অভিনেত্রীকে
এসবের পাশাপাশি আরও জানা যাচ্ছে, রিয়া চক্রবর্তী এবং সৌভিক চক্রবর্তীরা মাদক চক্রের (ড্রাগ সিন্ডিকেট) সঙ্গে সরাসরি যুক্ত এবং সেখানকার সক্রিয় সদস্য। পাশাপাশি বলিউডে চলা বিভিন্ন হাই প্রোফাইল মাদক চক্রের অন্যতম সদস্য হলেন রিয়া, সৌভিক। উঠে আসছে এমন তথ্যও।
আরও পড়ুন : মাদক যোগ প্রমাণ করতে পারলে মুম্বই ছেড়ে চলে যাব, পালটা চ্যালেঞ্জ কঙ্গনার
রবিবার থেকে পরপর ৩ দিন ধরে রিয়া চক্রবর্তীকে একটানা জিজ্ঞাসাবাদ শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। পরপর ৩ দিনের জিজ্ঞাসাবাদে উঠে আসে, রিয়া চক্রবর্তী বলিউডে মাদক চক্র চালাতেন। হাই প্রোফাইল বলিউড সেলেবদের নিয়ে মাদক পার্টিরও আয়োজন করতেন রিয়া। ফলে বলিউডের কোন কোন সেলেব রিয়ার ওই মাদক পার্টিতে হাজির হতেন, সে বিষয়ে জোরদার জিজ্ঞাসাবাদ চালানো হয়। এনসিবির জিজ্ঞাসাবাদের দরুণ রিয়া বলিউডের যেসব সেলেবদের নাম নেন, আগামী ১০ দিনের মধ্যে তাঁদের সমন পাঠানো হতে পারে। বলিউডের একাধিক অভিনেতার পাশাপাশি পরিচালক, প্রযোজকরাও মাদক চক্রে জড়িত বলে দাবি করেন রিয়া চক্রবর্তী।