বলিউডে তৈরি হচ্ছে আধুনিক `মহাভারত`, দ্রৌপদীর চরিত্রে রিয়া? জোর গুঞ্জন বলিউডে
সুশান্তের মৃত্যুর এক বছরের মাথায় অভিনয়ে ফিরছেন রিয়া
নিজস্ব প্রতিবেদন: কয়েকদিন পরই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকী। এর মধ্যেই খবর অভিনয় জগতে ফিরছেন রিয়া চক্রবর্তী। সূত্রের খবর 'মহাভারত' কাহিনি অবলম্বনে বলিউডে তৈরি হতে চলেছে নতুন ছবি। যা এক্সপেরিমেন্টাল ছবিও বটে। আর সেই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রিয়া চক্রবর্তীকে। বলিউডে জোর গুঞ্জন দ্রৌপদীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রিয়া চক্রবর্তীকে (Rhea Chkraborty)। বড়পর্দায় একটি বিগ বাজেট ছবি তৈরির কথা চলছে।
আরও পড়ুন: বেবি বাম্প, সন্তানের পিতা কে, নুসরত জাহানের জীবনের পরতে পরতে লুকিয়ে রোমাঞ্চ
লার্জার দ্যান লাইফ গল্পে প্রচুর চরিত্র, তাই কাস্টিং খুব গুরুত্বপূর্ণ। এই ছবিতেই তাতেই মডার্ণ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করার জন্য রিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এখনও প্রাথমিক স্তরেই রয়েছে কথাবার্তা। রিয়া এখনও প্রস্তাবে সম্মতি দেননি , সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। এছাড়াও 'চেহরে' ছবিতে একটি চরিত্রে দেখা যাবে রিয়াকে। সেই ছবি তৈরি হলেও তা এখনও মুক্তির আলো দেখেনি।
প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput)প্রেমিকা হিসেবেই বলিউডে তাঁকে ঘিরে চর্চা শুরু হয়। গত বছরের ১৪ জুন সুশান্তের মৃত্যুর পর তাঁর বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠেছিল। মহেশ ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও জলঘোলা হয় প্রচুর। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে গর্জে ওঠেন নেটিজেনরা।
সুশান্তের পরিবারের তরফেও রিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে পর্দাফাঁস হয়, উঠে আসে বিভিন্ন দিক। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)সুশান্তের মৃত্যুতে মাদক যোগের তদন্ত করতে গিয়ে রিয়াকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে। গত বছর সুশান্তের মৃত্যুর তিম মাসের মাথায় রিয়াকে গ্রেপ্তার করে NCB। জেলে ছিলেন প্রায় ২৮ দিন, এরপর জামিনে মুক্তি পান রিয়া।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)