নিজস্ব প্রতিবেদন : সোমবার প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মুক্তি পেলেন রিয়া চক্রবর্তী। সোমবার টানা জিজ্ঞাসাবাদের পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিস ছাড়তে দেখা যায় অভিনেত্রীকে। তবে মঙ্গলবার ফের রিয়া চক্রবর্তীকে এনসিবির অফিসে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে পরপর ৩ দিন ধরে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বিষক্রিয়ার জেরেই মৃত্যু সুশান্তের? ভিসেরা পরীক্ষা এইমসের


রবিবার প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া চক্রবর্তীকে। সোমবার এরপর ৭ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় জেলেবি অভিনেত্রীকে। রবিবার,সোমবারের পর মঙ্গলবারও এনসিবির অফিসে হাজির হতে হবে রিয়া চক্রবর্তীকে। তবে সোমবারের জিজ্ঞাসাবাদে কী কী বিষয় উঠে এসেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।


দেখুন... 


 




এদিকে বিষক্রিয়ার জেরেই সুশান্তে মৃত্য়ু হয়েছে কি না, সে বিষয়ে এবার ভিসেরা পরীক্ষা করবেন এইমসের ফরেনসিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে ভিসেরা পরীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসবে বলেই মনে করা হচ্ছে।


সোমবার রিয়া চক্রবর্তীর সঙ্গে বসিয়ে স্যামুয়েল মিরান্ডা এবং সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত রিয়ার সামনাসামনি বসিয়ে স্যামুয়েল মিরান্ডা এবং সৌভিক চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে সোমবার সকালে সুশান্তের হাউজ ম্যানেজার এবং রিয়া চক্রবর্তীর ভাইয়ের মেডিকেল টেস্ট করানো হয়।