নিজস্ব প্রতিবেদন  : ​পরপর দু'দিনে ভারতীয় সিনেমা জগতের নক্ষত্র পতন। বুধবার লড়াই শেষ করে চলে যান ইরফান খান। ইরফানের মৃত্যুর পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার শেষ হয়ে যায় ঋষি কাপুরের জীবন। নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে লড়াইয়ে যখন জীবনের বাজি হারলেন ইরফান খান, সেই সময় লিউকোমিয়ায় শেষ হয়ে যায় ঋষি কাপুরের জীবন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইরফান খান এবং ঋষি কাপুরের মৃত্যুর পর এবার ভাইরাল হতে শুরু করেছে প্রয়াত দুই অভিনেতার ভিডিয়ো। ডি ডে-তে একসঙ্গে অভিনয় ঋষি কাপুর এবং ইরফান খান। দুই অভিনেতার মৃত্যুর পর এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে ডি ডো-র একটি ক্লিপিংস। যেখানে প্রয়াত দুজনকে দেখা যায় একসঙ্গে।


দেখুন....


 



বৃহস্পতিবার সকালে মৃত্যুর পর আজই শেষকৃত্য সম্পন্ন হবে ঋষি কাপুরের। মুম্বইয়ের চন্দনওয়াড়ি শশ্মানে হবে ঋষির শেষকৃত্য। লকডাউনের জেরে সমস্ত নিয়ম মেনেই বর্ষীয়ান অভিনেতাকে শেষ বিদায় জানানো হবে বলে কাপুর পরিবারের তরফে হয়েছে জানানো।