লকডাউনের কড়াকড়ি, বৃহস্পতিবার যে কোনও সময় চন্দনওয়াড়ি শশ্মানে শেষকৃত্য ঋষির
নিয়ম মেনেই করা হবে শেষকৃত্য
নিজস্ব প্রতিবেদন : মুম্বইয়ের চন্দনওয়াড়ি শশ্মানে শেষকৃত্য সম্পন্ন হবে ঋষি কাপুরের। লকডাউনের মধ্যে যেন কেউ নিয়ম ভেঙে ঋষির শেষ যাত্রায় হাজির না হন, তার জন্য আগে থেকেই কাপুর পরিবারের তরফে ভক্তদের কাছে আর্জি জানানো হয়। সেই অনুযায়ী মুম্বইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন থেকে যে কোনও মুহূর্তে প্রয়াত অভিনেতাকে মরদেহ চন্দনওয়াড়ি শশ্মানে নিয়ে যাওয়া হবে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।
আরও পড়ুন : লকডাউন ভাঙবেন না, করোনাকে হারাতে এভাবেই শেষ বার্তা দেন ঋষি
গত ২ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেন ঋষি কাপুর। গত বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক থেকে দেশে ফেরেন সস্ত্রীক। কিন্তু তারপর আর বেশিদিন স্থায়ী হল না বর্ষীয়ান এই অভিনেতার যাত্রাপথ। বৃহস্পতিবর সকাল ৮টা ৪৫ মিনিটে মুম্বইয়ের ওই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর।