ক্যান্সারের দাপটেই কি পাল্টে গেল ঋষি কাপুরের চেহারা?
নিজেই মুখ খুললেন ঋষি
নিজস্ব প্রতিবেদন : চিকিত্সার জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন ঋষি কাপুর। স্ত্রী নিতু কাপুর এবং ছেলে রণবীর কাপুরের সঙ্গেই চিকিত্সার জন্য নিউ ইয়র্কে পাড়ি দেন ঋষি। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে বলিউড জুড়ে।
নিউ ইয়র্কে চিকিত্সার জন্য যাওয়ার পর পরই কেন চুলের রং সাদা হয়ে গেল ঋষি কাপুরের? সম্প্রতি এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে সোশ্যাল সাইট জুড়ে। কিন্তু, ঋষির লুক কেন হঠাত পাল্টে গেল, সে বিষয়ে এবার নিজেই উত্তর দেন বলিউড অভিনেতা।
আরও পড়ুন : ঋষি কাপুরকে দেখতে হাজির বলিউড সেলেবরা, কী হল অভিনেতার?
তিনি বলেন, আগামী সিনেমার শুটিংয়ের মাঝ পথে আচমকাই তাঁকে চিকিত্সার জন্য নিউ ইয়র্কে পাড়ি দিতে হয়। পরিচালক হিতেশ ভাটিয়ার সিনেমার জন্যই তাঁকে পাল্টে ফেলতে হয় চুলের রং। কিন্তু, মানুষ বিষয়টিকে অন্যভাবে নিতে শুরু করেছেন। কিন্তু, চুলের রং পাল্টে যাওয়ার জন্য তাঁর চিকিত্সার কোনও সম্পর্ক এই বলেও স্পষ্ট জানান ঋষি কাপুর। দেখুন যে ছবি শেয়ার করেন বলিউড অভিনেতা...
এদিকে সম্প্রতি ঋষি কাপুরকে দেখতে তাঁর নিউ ইয়র্কের এপার্টমেনটে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। তবে শুধু প্রিয়াঙ্কা নন, ঋষির নিউ ইয়র্কের এপার্টমেনটে হাজির হন সোনালি বেন্দ্রেও। ঋষি কাপুরের বাড়িতে হাজির হয়ে তাঁর সঙ্গে হাসি মুখে ছবি তুলতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। ঋষি কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা যায় নিতু কাপুরকেও। আর ৩ জনের সেই ছবি সোশ্যাল সাইটে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : 'মি টু' ঝড়, যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন ঐশ্বর্য
চলতি বছরের সেপ্টেম্বর মাসে মার্কিন মুলুকে পাড়ি দেন ঋষি কাপুর এবং নিতু কাপুর। বাবা-মায়ের সঙ্গে নিউ ইয়র্কে যান রণবীর কাপুরও। জানা যায়, ঋষি কাপুরের চিকিত্সার জন্যই তাঁরা বিদেশে পাড়ি দিয়েছেন। কিন্তু, আদতে কী হয়েছে ঋষি কাপুরের, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
আরও পড়ুন : সোনার পায়ের উপর হাত রাখেন কৈলাশ, তারপর...
যদিও চিকিত্সার জন্য নিউ ইয়র্কে থাকায় মা কৃষ্ণা রাজ কাপুরের শেষকৃত্যে হাজির হতে পারেননি ঋষি কাপুর বা নিতু কাপুর। যা নিয়ে বেশ জল্পনা শুরু হয়। এরপরই শোনা যায়, ঋষি কাপুরের নাকি ক্যান্সার হয়েছে। এই মুহূর্তে ক্যান্সারের তৃতীয় স্তরে ঋষি কাপুর রয়েছেন বলেও শোনা যায়। যদিও, ঋষি কাপুরের দাদা রণধীর কাপুর গোটা বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ঋষির যে আদতে কী হয়েছে, তা জানা যায়নি। আর সেই কারণেই চিকিত্সার জন্য মার্কিন মুলুকে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।