নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  দেশের বিভিন্ন প্রান্তে চলছে করোনার টিকা করণ।  রাজ্যেও সরকারি, বেসরকারি উদ্যোগে দেওয়া হচ্ছে করোনার টিকা। মূলত প্রবীণ নাগরিকদেরই করোনার টিকা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দত্তাবাদ বস্তির ১০০ জন দুঃস্থ প্রবীণ নাগরিককে করোনার টিকা দেওয়ানোর ব্যবস্থা করলেন ঋতাভরী চক্রবর্তী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বন্ধু রাহুল দাশগুপ্তকে সঙ্গে নিয়ে শনিবার ঋতাভরী শহরের এক বেসরকারি হাসপাতালে এই টিকাকরণের ব্যবস্থা করেন। যার একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দাঁড়িয়ে থেকে ঋতাভরীকে তদারকি করতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি পোস্ট করে ঋতাভরী লিখেছেন, বন্ধু রাহুলের পাশাপাশি তাঁর মা শতরূপা সান্যাল পাশে না থাকলে তিনি এই  উদ্যোগে সফল হতেন না। পাশাপাশি ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। 


আরও পড়ুন-''১৩ বছর বয়সেই আমার শরীর ছুঁয়ে দেখতে চেয়েছিল দাদা'', বিস্ফোরক Munmun



প্রসঙ্গত, অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে অবশ্য এর আগেও বহু সমাজসেবা মূলক কাজে অংশ নিতে দেখা গিয়েছে। তাঁর একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, যেটি মূক ও বধির শিশুদের জন্য কাজ করে।


আরও পড়ুন-সংযুক্ত মোর্চার প্রচারে গব্বর সিং, রাহুল, মোগাম্বো-রা!