নিজস্ব প্রতিবেদন : লকডাউনে দেশের অন্যান্য মানুষের মতোই ঘরবন্দি কলাকুশলীরা। এই পরিস্থিতিতে বাড়িতে থাকলেও বাংলা চলচ্চিত্র জগতের বিভিন্ন শিল্পীরা দর্শকদের উপহার দিয়েছেন বেশকিছু শর্ট ফিল্ম। পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকীর এমনই একটি শর্টফিল্মে ধরা দিতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। নাম 'ল্যাপটপ'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে শুধু অভিনয়ই নয়, এই শর্টফিল্মের প্রযোজনাও করেছেন ঋতুপর্ণা। ল্যাপটপ প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের জানিয়েছেন, ''লকডাউনে এটা একটা ছোট্ট উদ্যোগ। এই সময়টা আমি কিছু না কিছু করার চেষ্টা করেছি, মানুষের কাছে পৌঁছে দিয়েছি। কখনও কবিতা, কখনও আড্ডা, শর্টফিল্ম বিভিন্ন কিছুর মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। দর্শক আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তাই তাঁদের কিছু না কিছু উপহার দিতে আমার সব সময়ই ভালো লাগে। চাকী দা অনেকদিন ধরেই আমায় এটা বলছিলেন। আমার এই কনসেপ্টটা বেশ ভালো লাগে। আমরা দূরে থেকে মানুষের ছোট ছোট স্পর্শগুলো হয়ত ভুলে যাচ্ছি। আর এখানে একটা সুন্দর সম্পর্কের বাঁধনের কথা বলা হয়েছে। মানুষ দূরে থেকেও কীভাবে কাছাকাছি থাকতে পারে, সেবিষয়টি দেখানো হয়েছে। আশাকরি সকলের এটা ভালো লাগবে। আমরা টিজার, পোস্টার লঞ্চ করেছি, খুব শীঘ্রই ট্রেলার লঞ্চ করবো।''


আর পড়ুন-স্বজনপোষণ বিতর্ক, কী বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?



আরও পড়ুন-'নেপোটিজম' নাকি 'কাউন্টার নেপোটিজম' অর্পিতা চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কোনটা সত্যি?


এবিষয়ে পরিচালক, প্রেমেন্দুবিকাশ চাকী বলেন, ''অবসরে আমার সাথে ঋতুর প্রায় দিন আড্ডা হয়। কিন্তু এবারের লকডাউনে অবসর সময়টা হঠাৎ করে অনেকটাই বেড়ে গেল। লকডাউনে আমাদের আড্ডায় ঘুরে ফিরে চলছে নানান পরিকল্পনা। একদিন একটা গল্প লিখে ঋতুকে শোনাতেই গল্পটা ঋতুর খুব পছন্দ হল। ও এটা নিয়ে ছবি বানাতে উৎসাহী হল। কাজ পাগল ঋতুপর্ণা সিঙ্গাপুরে বসে সেদিনই কথা বলে জানালো দুটো এন জি ও কে সাহায্য করার জন্য আমাদের এই লকডাউনের প্রয়াস। এবার শুরু হলো সবার সাথে কথা বলা। সাহেব, সোনালী, খেয়ালী, সবাই এক কথায় রাজি। আর্টিস্ট ফোরামের ব্যাস্ততার মধ্যেও অরিন্দম গঙ্গপাধ্যায় সময় করে দিলেন। তারপর চিত্রনাট্য লেখার সঙ্গে ভাবতে শুরু করলাম শুটিং এর পরিকল্পনা।''


প্রেমেন্দুবিকাশ চাকী আরও জানান, 'ল্যাপটপ'-এ সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন রাঘব চট্টপাধ্যায়। সম্পাদনার ভার নিয়েছেন মহম্মদ কালাম।  তারপর একদল যখন কলকাতায় শুটিং করছে, ঋতু তখন সিঙ্গাপুরে শুট করে অনলাইনে ফুটেজ পাঠাচ্ছে। এছাড়াও নিউজার্সিতে ও লন্ডনে শুটিং হয়েছে। তবে সবাই সবার ঘরে বা ঘরের সামনে শুটিং করেছে।'' 


আরও পড়ুন-''আস্থা রাখুন, পুলিস সত্য সামনে নিয়ে আসবে'', সুশান্তের মৃত্যু নিয়ে জানাল পুলিস


প্রসঙ্গত এছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও রয়েছেন সাহেব চট্টপাধ্যায়, সোনালী চৌধুরী, খেয়লী দস্তিদার, অরিন্দম গঙ্গোপাধ্যায়, সুমন বন্দ্যোপাধ্যায়। জয়জীৎ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ধর, ঈশান মজুমদার, পায়েল মুখোপাধ্য়ায়, অনিন্দিতা সাহা, নবনিতা দত্ত, জয়দীপ  কুণ্ডু, ইন্দ্রনীল মুখোপাধ্যায়। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকী। প্রযোজনায় সিআরআই প্রোডাকশন এর সঙ্গে ভাবনা আজও কাল।