প্রয়াত রক অ্যান্ড রোল কিংবদন্তী চাক বেরি
প্রয়াত রক অ্যান্ড রোল কিংবদন্তী চাক বেরি। শনিবার মিসোরিতে কিংবদন্তী এই রকস্টারের মৃত্যুর কথা ঘোষণা করেছে পুলিস। তার বয়স হয়েছিল ৯০ বছর।
ওয়েব ডেস্ক : প্রয়াত রক অ্যান্ড রোল কিংবদন্তী চাক বেরি। শনিবার মিসোরিতে কিংবদন্তী এই রকস্টারের মৃত্যুর কথা ঘোষণা করেছে পুলিস। তার বয়স হয়েছিল ৯০ বছর।
এক বেতার কেন্দ্রে দ্বাররক্ষীর কাজ করার সময় একটি পুরনো গিটার কিনে বাজানো শুরু করেছিলেন বেরি। সেটা গত শতকের পাঁচের দশকের শুরু। পরে তাঁর হাতের সেই গিটারের সুরেই ভেসে যায় গোটা দুনিয়া। তাঁর হাত ধরেই সমৃদ্ধ হয়েছে মার্কিন রিদম অ্যান্ড ব্লু সঙ্গীতের বিশেষ ঘরানা।
পরবর্তী প্রজন্মের বহু শিল্পীই চাক বেরির গান গেয়েছেন। বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড, রোলিং স্টোন যাত্রা শুরু করেছিল চাকবেরির গান দিয়ে। অবশেষে থামল সাত দশক ধরে চাক বেরির গান আর সুরের সেই যাত্রা।
আরও পড়ুন, মুক্তি পেল 'বাহুবলী টু'-র ট্রেলর, চোখ সরাতে পারবেন না!