`করোনায় আক্রান্ত রজনীকান্ত`, মজা করে আক্রমণের মুখে রোহিত রায়
জোরদার আক্রমণের মুখে পড়েন রোহিত রায়
নিজস্ব প্রতিবেদন : করোনা হানা দিল এবার তারকার ঘরে? কোভিড ১৯-এ আক্রান্ত সুপারস্টার রজনীকান্ত? নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই দাবি করেন রোহিত রায়। শুধু তাই নয়, রজনীর ঘরে হানা দিয়ে করোনা এবার কোয়ারেন্টিনে রয়েছে বলেও জানান রোহিত। বিষয়টি প্রকাশ্যে আসার পরই জোরদার আক্রমণের মুখে পড়েন রোহিত।
অর্থাত, নিছক মজার ছলেই রজনীকান্তের করোনায় আক্রান্তের কথা নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন রোহিত রায়। কিনতু রোহিতের এই মজা একেবােরই ভাল চোখে নেননি রজনী ভক্তরা। ফলে তাঁর ওই স্টেটাস সামনে আসার পরই জোরদার আক্রমণের মুখে পড়েন রণিত রায়ের ভাই।