জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুরস্কারের মঞ্চে এবার ইতিহাস গড়ল 'আরআরআর' (RRR)। বেস্ট অরিজিনাল গানের পুরস্কার পেয়েছে ভারতীয় ছবি 'আরআরআর'। হলিউডের অন্যতম সেরা অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব (Golden Globe Awards) ছিনিয়ে আনল রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। এদিন এই ক্যাটাগরিতে লেডি গাগা, মাভেরিকের মতো সারা বিশ্বের গায়ক-গায়িকাদের গানকে টেক্কা দিল ভারতীয় গান৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Urfi Javed: উর্ফির কাটাকুটি কাপড়চোপড়, উপমুখ্যমন্ত্রীর স্ত্রী এবং 'নগ্ন' সমর্থন!


 এই গানের কম্পোজার এমএম কীরাবাণী এবং গায়করা অর্থাৎ কাল ভৈরব এবং রাহুল সিপ্লিগুঞ্জ এই গানটির জন্য সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পান। গোল্ডেন গ্লোবস পুরস্কারের জন্য সেরা সঙ্গীত বিভাগে মনোনীত হয়েছিল গুলেরমো দেল তোরো পরিচালিত ‘পিনোচিও’ ছবির ‘চায়ো পাপা’ গানটিও।


‘নাটু নাটু’ টেলর সুইফটের ‘ক্যারোলিনা’, টপ গান: ম্যাভেরিক ছবি থেকে লেডি গাগার গাওয়া ‘হোল্ড মাই হ্যান্ড’, রিহানার গাওয়া ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভারের ‘লিফট মি আপ’, ইত্যাদি গানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে। 


সারা বিশ্বে প্রায় ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে রাজা মৌলির এই ছবি৷ একাধিক অনুষ্ঠানে প্রচুর সম্মানে ভূষিত হওয়ার পর এবার আমেরিকাতেও ভারতীয় ছবির বড় সাফল্য৷ ছবিটি সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছে।


এদিন আরআরআরকে নিয়ে গোল্ডেন গ্লোবের মঞ্চে হাজির রয়েছেন পরিচালক রাজামৌলি, এছাড়াও জুনিয়র এনটিআর এবং রামচরণ৷ জুনিয়র এনটিআর এবং রামচরণ সিনেমায় স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় অভিনয় করেছিলেন৷ প্রসঙ্গত, এর প্রায় দশ বছর আগে স্লামডগ মিলিয়নিয়ার ছবির জন্য দেশে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড এসেছিল। ড্যানি বয়েলের এই ছবির জন্য এআর রহমান সেরা অরিজিন্যাল গান বিভাগে পুরস্কার পেয়েছিলেন। 


Sexual Harassment: শ্যুটে যৌন হেনস্থার শিকার! ভারতীয় প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক পাকিস্তানি নায়িকা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)