নিজস্ব প্রতিবেদন : ননদ সোহা আলি খানের বই-এর উদ্বোধনে হাজির হয়েছিলেন নবাব ঘরণী। পরনে ছিল লাল রঙের একটি গাউন। সইফ আলি খান-এর হাত ধরে যখন ক্যামেরার সামনে হাজির হলেন বেগম সাহেবা, তখন যেন গ্ল্যামার উপচে পড়ছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বিরাটের আগে রণবীর সিং, তার আগে কার সঙ্গে 'ডেট' করতেন অনুষ্কা?


পতৌদি কন্যা সোহা আলি খান-এর বই প্রকাশের অনুষ্ঠানে হাজির হলেও, তখন যেন করিনা কাপুর খানকে নিয়েই ব্যস্ত পাপারাত্জি। অনুষ্ঠানে শর্মিলা ঠাকুর, সইফ আলি খান, সোহা আলি খান, কুণাল খেমু-রা হাজির হলেও, ক্যামেরার সমস্ত ফ্ল্যাশ তখন যেন কেড়ে নেন করিনা কাপুর খান। কিন্তু, জানেন কি নবাব ঘরণী যে পোশাক পরেছিলেন, তার দাম কত?


বলিউডলাইফ ডট কম-এর খবর অনুযায়ী, করিনার ওই পোশাকের দাম নাকি ৫.৪ লক্ষ। চোখ কপালে উঠল তো শুনে? বেগম সাহেবা বলে কথা, তাঁর পোশাকের দাম নিয়ে পাপারাত্জির নজর থাকবে, তাতে আর বিচিত্র কি!