Movie Tickets, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ সেপ্টেম্বর পালিত হবে জাতীয় সিনেমা দিবস। আর এই বিশেষ দিনে দেশের যেকোনও প্রান্তে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে পাবেন, তাও মাত্র ৭৫ টাকায়। গোটা দেশে প্রায় ৪ হাজার প্রেক্ষাগৃহে ৭৫ টাকায় সিনেমা দেখার ব্য়বস্থা থাকবে। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে সম্প্রতি একথা ঘোষণা করা হয়েছে। আর এমন ঘোষণায় ১৬ সেপ্টম্বর দিনটি সিনেমাপ্রেমীদের কাছে কার্যত উৎসবে চেহারা নিতে পারে বলে মনে করা হয়েছে। PVR, INOX, Cinepolis-এর মতো হলগুলিতে ৭৫ টাকায় সিনেমা দেখার সুযোগ থাকবে। লকডাউন পরবর্তী সময়ে আবারও সিনেমাহলগুলি খোলায় এবং সাফল্যের সঙ্গে যাত্রা শুরু হওয়ায় একপ্রকার দর্শকদের ধন্যবাদ জানিয়ে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের তরফে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকডাউন এবং পরবর্তী সময় হলে গিয়ে সিনেমা দেখার থেকে বহু মানুষ বেশি OTT মুখী হয়ে পড়েছে। তবে জাতীয় সিনেমা দিবসে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত আবারও সিনেমাপ্রেমীদের হলমুখী করে তুলতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে লকডাউন পরবর্তী সময়ের শুরুদিকে হলে ভাটা পড়লেও ধীরে ধীরে আবারও কিছু সিনেমা মানুষকে হলমুখী করে তুলেছে। যার জন্য অবদান রয়েছে কেজিএফ: চ্য়াপ্টার ২, RRR, বিক্রম, ভুলভুলাইয়া-২, এবং হলিউডের Doctor Strange in the Multiverse of Madness-এর মতো ছবি। 


আরও পড়ুন-২০০ কোটির তোলাবাজির মামলা, জ্যাকলিনের পর এবার ম্যারাথন জেরার মুখে নোরা



এই ৭৫ টাকায় সিনেমা দেখার স্কিম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তবে টিকিটের দাম ৭৫ টাকা হলেও অ্যাপের মাধ্যমে সিনেমার টিকিট বুক করলে কিছু অতিরিক্ত চার্জ দিতে হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই মার্কিনমুলুকে এমন স্বপ্ল খরচে সিনেমা দেখার সুযোগ মিলছে। AMC, Cinemark-এর মতো হলগুলি মার্কিন মুলুকেও দর্শকদের কম টাকায় সিনেমা দেখার সুযোগ করে দিয়েছে। যেখানে টিকিটের দাম পড়বে ৩ থেকে ৯ মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৪০ টাকা কমে সেখানে সিনেমা দেখা যাচ্ছে। ইউরোপেও আগামী ৩ সেপ্টেম্বর মাত্র ৩ ইউরোতে সিনেমা দেখার সুযোগ দেওয়া হচ্ছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)