`মুখে নিন্দা, ফোনে শুভেচ্ছা মেসেজ`, সমালোচনার জবাব Rudranil-র
ডুমুরজলার বিজেপিতে যোগদান মঞ্চকেই উত্তর দেওয়ার পিচ হিসাবে বাছলেন রুদ্রনীল ঘোষ।
নিজস্ব প্রতিবেদন : নীল থেকে গেরুয়া হলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। জল্পনা চলছিলই। তেমনটাই হল। শনিবার দিল্লিতে অমিত শাহের উপস্থিতিতে BJP-তে যোগ দিয়েছেন রুদ্রনীল। তাঁর BJP-তে যোগ দেওয়া নিয়ে টলিউডের কলাকুশলীদের নানা মন্তব্য। যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনের উদ্বোধনে এসে বামঘেঁষা অভিনেতা পরিচালকরা যেখানে আদর্শে প্রশ্ন তুললেন, সেখানে টলিউডে অন্দরে কান পাতলেই সরাসরি 'সুবিধাবাদী রুদ্রনীল'-এর তীব্র বিরোধিতা। সকাল থেকেই বিভিন্ন মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। তাই ডুমুরজলার বিজেপিতে যোগদান মঞ্চকেই উত্তর দেওয়ার পিচ হিসাবে বাছলেন অভিনেতা। মুখ খুললেন রুদ্রনীল ঘোষ।
রুদ্রনীলের কথায়, ''যাঁরা বক্তব্য রাখছেন, তাঁদেরকে কে বা কারা বক্তব্য রাখতে বলেছেন তা সবার কাছেই স্পষ্ট। তাঁরা প্রত্যেকেই বন্ধু, শুভকামনা জানিয়ে মেসেজ করেছেন। সুতরাং তাঁরা কিছু নির্দেশ পেয়েছেন বলেই বলছেন। তাঁরা অনেক পুরস্কার, সম্মান পেয়েছেন।'' উন্নয়ন প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলেন, 'যাঁরা লোকনাথবাবার সোনার লকেট পরতেন, তাঁদের গলায় আজ সোনার মোটা চেন। এরই নাম উন্নয়ন?' বিজেপির হয়ে ভোটে লড়ছেন কিনা, সেবিষয়ে প্রশ্ন করা হলে রুদ্রনীল বলেন, ''সবার আগে কাজ করতে হবে। বাকিটা কী হবে দল বলবে।''
আরও পড়ুন-রুদ্রনীলের দলবদল, প্রতিক্রিয়া Anik Dutta, Badshah Moitra-দের
আরও পড়ুন-টিকিট না পাওয়ায় 'ক্ষোভ', BJP-তে যাচ্ছেন Hiran?
শুধু তৃণমূলপন্থী শিল্পীরাই নন, রবিবার যাদপুরের শ্রমজীবী ক্যান্টিনের ৩০০ দিনের অনুষ্ঠানে এসে রুদ্রনীলের দলবদল নিয়ে মুখ খোলেন অনীক দত্ত, বাদশা মৈত্র, দেবদূত ঘোষরা। অভিনয় জগতে দীর্ঘদিনের বন্ধু সম্পর্কে প্রশ্ন তুলে দেবদূত জানান, মানুষের জন্য ঠিক কোন ধরণের কাজ রুদ্রনীল করেছেন, তা তাঁর জানা নেই। রুদ্রনীল বিরোধী শিবির আবার ঠারেঠোরে তাঁকে ভুঁইফোড় বলে কটাক্ষ করতেও ছাড়ে নি।