নিজস্ব প্রতিবেদন : সারা আলি খান যখন কার্তিক আরিয়ানকে ব্যাস্ত, সেই সময় অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে কাকে দেখা যাচ্ছে জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অমিতাভ বচ্চনের নাচনি নভ্যা নভেলি নন্দাকে এখন প্রায়শই দেখা যাচ্ছে জাভেদ জাফরির ছেলে মিজান জাফরির সঙ্গে। শুধু তাই নয়, সম্প্রতি মিজান জাফরির সঙ্গে সুইতজারল্যান্ডে উড়ে যান নভ্যা। তবে নভ্যা এবং মিজানের সঙ্গে আরও বেশ কয়েকজনকে দেখা যায়। জানা যাচ্ছে, নভ্যাদের সঙ্গে মিজানের বোন এবং তাঁর বেশ কয়েকজন বন্ধুও যাচ্ছেন ওই ট্রিপে।


 


আরও পড়ুন ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অশ্লীল উক্তি, বীণা মালিকের বিরুদ্ধে ফুঁসছেন নেটিজেনরা



যদিও নভ্যা তাঁর ভাল বন্ধু বলে দাবি করেন মিজান জাফরি। সম্প্রতি নভ্যার সঙ্গে একই গাড়িতে দেখা যায় তাঁকে। এরপরই সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মিজান বলেন, নভ্যা তাঁর বোনের ভাল বন্ধু। নিউ ইয়র্কে তাঁরা একই সঙ্গে পড়াশোনা করেছেন। আর সেই কারণে মাঝে মধ্যে তাঁদের একসঙ্গে দেখা যায়। এর বাইরে তাঁদের মধ্যে অন্য কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন মিজান জাফরি। প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালির মালাল দিয়ে বলিউডে ডেবিউ করছেন মিজান জাফরি।