`রাজনীতি ছাড়লাম`, Dilip Ghosh-কে খোলা চিঠি Rupa Bhattacharya-র
একসময় টলিউডকে বিজেপিমুখী করেছিলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য।
নিজস্ব প্রতিবেদন: রাজনীতি ছাড়লেন রূপা ভট্টাচার্য। একসময় টলিউডকে বিজেপিমুখী করেছিলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য (Rupa Bhattacharya)। মুকুল রায়ের(Mukul Roy) হাত ধরেই আড়াই বছর আগে দিল্লিতে গিয়ে বিজেপিতে (BJP) যোগদান করেছিলেন তিনি। তাঁর পাশাপাশি আরও অনেকেই সেসময় বিজেপি জয়েন করেছিলেন। কিন্তু সম্প্রতি সিপিএমের শ্রমজীবী ক্যান্টিনের ৫০০ দিন উদযাপনে উপস্থিত থেকে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। রূপা ভট্টাচার্যের এই মন্তব্য প্রসঙ্গে বুধবার দিলীপ ঘোষ বলেন, 'আমি চিনি না, তাঁরা কারা। কবে যোগ দিয়েছেন,কবে চলে যান, জানি না। আমার হাত দিয়ে তো যোগ দেয়নি কেউ। ভিড়ের মধ্যে অনেকে বিজেপিতে এসেছেন। মেলা লেগেছে। এখন মনে হচ্ছে, এখানে সুবিধা হচ্ছে না, তাই ওদিকে যাচ্ছে'। এতেই শেষ নয়, সেলিব্রিটিদের রাজনীতি করা নিয়ে দিলীপ বলেছেন, 'সেলিব্রিটিরা আন্দোলন করেন না, শোভা বাড়ান'।
দিলীপ ঘোষের (Dilip ghosh) এই মন্তব্য প্রসঙ্গে রূপা ভট্টাচার্য জি ২৪ ঘন্টা ডিজিটালকে জানান, 'আমি বাকরুদ্ধ। আমার খারাপ লাগছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য। এই দলের কর্মকর্তারা সত্যিই দলের সম্পদ। তাঁরা মার খেলে নেতারা ঠান্ডাঘরে বসে প্রতীকী আন্দোলন করেন। তাঁরা নিজেদের কর্মকর্তাদেরই চেনেন না। এছাড়া আমাদের শিল্পী কোনও রাজনৈতিক দল বানায়নি। আমাদের শিল্পী বানিয়েছেন মানুষ। দলের অন্যতম সাধারণ সম্পাদক, বিজেপির রাজ্য সভাপতি কেউই যখন আমাদের চিনতে পারছেন না, তাহলে আর এই দল থেকে অফিসিয়ালি ইস্তফা দেওয়ার কোনও জায়গাই নেই। দিলীপ বাবু আমার ফোনই ধরেন না। মুকুল বাবুর হাত ধরে যেহেতু আমরা জয়েন করেছিলাম সেই কারণেই দিলীপ বাবু ও তাঁর টিম আমাদের কখনই কোনও সাহায্য করেনি। বিজেপির ভেতর ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তারই শিকার হতে হয়েছিল আমাদের।এছাড়াও আমি দলের কোনও নেতার প্রতি দায়বদ্ধ নয়,আমি মানুষের কাছে দায়বদ্ধ। নির্বাচনের আগে অনেক সভা করেছিলাম, দলের হয়ে চ্যানেলের তর্কে বিরোধীদের সঙ্গেও লড়েছি কিন্তু তারপরেও টিকিট পাইনি। কিন্তু এসবের তোয়াক্কা না করেই দলে ছিলাম। এমনকি হেরে যাওয়ার পরও ছিলাম কখনই আখের গোছানোর ইচ্ছে ছিল না। টলিউডে ছবির শ্যুটিং থেকে শুরু করে রিলিজ অবধি যে মনোপলি চলে তা ভাঙাই ছিল উদ্দেশ্য। সেই কারণেই রাজনীতিতে আসা।'
আরও পড়ুন: Afghanistan: 'কাবুল থেকে পালাতে চাই', আফগান মহিলা পরিচালক Shahrbanoo Sadat-র আর্তি
তাহলে কি অন্য কোনও দলে যোগদান করতে চলেছেন রূপা? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, 'শুধুমাত্র মানুষের জন্য কাজ করতে আর টলিউডের শিল্পী ও টেকনিশিয়ানদের পাশে দাঁড়াতেই রাজনীতিতে এসেছিলাম। কোনও নেতার চাটুকারিতা করতে রাজনীতিতে আসিনি। তাই সোশ্যাল মিডিয়াতেই মানুষকে জানিয়ে দিলাম শুধু বিজেপি নয়, আমি ভারতের আর কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত নয়।'