জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেকের(KK) মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত হয়রানির মুখে পড়তে হয়েছিল রূপঙ্কর বাগচীকে(Rupankar Bagchi)। এরপর থেকে একটু হলেও প্রচারের আলো থেকে সরে দাঁড়ান গায়ক। সেই সময় কোণঠাসা অবস্থাতে পড়লেও ধীরে ধীরে ফিরেছেন স্বাভাবিক জীবনে। সম্প্রতি দিদি নম্বর ওয়ানের(Didi No.1) মঞ্চে এসে সেই দুঃসহ সময় ফিরে দেখলেন রূপঙ্কর ও তাঁর স্ত্রী চৈতালী। তাঁরা ছাড়াও এদিন সস্ত্রীক খেলতে এসেছিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, দীপাঞ্জন জ্যাক বন্দ্যোপাধ্যায় এবং সাগ্নিক চট্টোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Dev | Ram Kamal Mukherjee | Rukmini Maitra: রাম কমলের জাতীয় পুরস্কার জয়, পরিচালককে সাইপ্রাইজ দেব-রুক্মিনীর


দিদির মঞ্চে এসে তাঁদের বৈবাহিক জীবনের খুনসুটি, মজার গল্প শোনালেও রূপঙ্কর বাগচী এবং তাঁর স্ত্রী তুলে ধরলেন একসঙ্গে তাঁদের লড়াইয়ের কথাও। স্বভাবতই সেখানে আসে কেকে প্রসঙ্গও। রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে রূপঙ্করের স্ত্রী বলেন, তোমার এখানে অনেক দিদিরা এসেছেন, তাঁদের জীবনের লড়াইয়ের গল্প বলেন, আমি তাঁদের গল্প দেখি। ওঁদের গল্প শুনে মনে হয় আমার লড়াইটা কিছুই না। আমরা জীবন যখন শুরু করেছিলাম তখন শূন্য থেকে শুরু করেছিলান। আমার কখনও ভয় হয়নি যে কী হয়ে যাবে, কোথায় পৌঁছে যাব বা কী হবে? আমি একমাত্র উদ্বেগে ছিলাম, আমার মেয়েকে নিয়ে।'



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)