Dev | Ram Kamal Mukherjee | Rukmini Maitra: রাম কমলের জাতীয় পুরস্কার জয়, পরিচালককে সাইপ্রাইজ দেব-রুক্মিনীর

Dev-Rukmini-Ram Kamal: প্রথম জাতীয় পুরস্কার পেলেন রাম কমল মুখোপাধ্যায়। এষা দেওলকে নিয়ে তৈরি তাঁর ছবি ‘এক দুয়া’ নন ফিচার বিভাগে পেয়েছে জাতীয় পুরস্কার। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রাম কমলের প্রথম বাংলা ছবি ‘বিনোদিনী’। দেবের প্রযোজনায় এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে।

| Aug 29, 2023, 17:17 PM IST
1/6

জয়ের উদযাপনে

সৌমিতা মুখোপাধ্যায়: সম্প্রতি ঘোষণা হয়েছে ৬৯তম জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা। নন ফিচার বিভাগে স্পেশাল মেনশন হিসাবে জাতীয় পুরস্কার পায় রাম কমল মুখোপাধ্যায়ের ছবি ‘এক দুয়া’। পরিচালকের সঙ্গে সেই জয় এবার সেলিব্রেট করলেন দেব-রুক্মিনী।  

2/6

জয়ের উদযাপনে

সোমবার রাতে দেব ও রুক্মিনী সারপ্রাইজ দেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়কে।  

3/6

জয়ের উদযাপনে

দেবের বাড়িতেই কেক কেটে ঘরোয়া উদযাপনে মাতেন তারকারা।  

4/6

জয়ের উদযাপনে

দেব, রুক্মিনীর পাশাপাশি সেই সারপ্রাইজ পার্টিতে হাজির ছিলেন পরিচালক রাজা চন্দও।  

5/6

জয়ের উদযাপনে

দেবের প্রযোজনায় দুটি ছবি- ‘বিনোদিনী’ ও ‘দ্রৌপদী’ পরিচালনা করছেন রামকমল মুখোপাধ্যায়।  

6/6

জয়ের উদযাপনে

রাম কমল পরিচালিত সেই দুটি ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে। ইতোমধ্যেই শেষ বিনোদিনীর শ্যুটিং।