নিজস্ব প্রতিবেদন : ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল (TMC) নেতৃত্ব। আক্রান্ত তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্ত। গাড়ি ভাঙচুরের অভিযোগ। ঘটনায় BJP-র বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায়  তৃণমূল যুবনেতাদের উপর হামলার ঘটনায় এবার গর্জে উঠলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার নিজের টুইটে ত্রিপুরার বিজেপি (BJP) সরকারকে একহাত নিয়েছেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে উদ্দেশ্য করে সায়নী লেখেন, ''Go die! আপনার অর্ধেক বয়সের এই তরুণ নেতাদের আক্রমণ করার জন্য আপনার লজ্জা হওয়া উচিত। আমরা যখন কোনও কথা বলি তখন আমাদের বিশ্বাস করুন, আমরা আপনাদের দলকে ত্রিপুরার মানচিত্র থেকে মুছে ফেলব। কথা দিচ্ছি!''  হ্যাশ ট্যাগ সায়নী দিয়েছেন 'ত্রিপুরাতে খেলা হবে' #tripurateKhelaHobe।


আরও পড়ুন-বড় স্কুলে ভর্তি হল ছোট্ট ইনায়া, আবেগে ভাসলেন Soha Ali Khan



 সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘটনার নিন্দা করেছেন। সূত্রের খবর, দলীয় কর্মসূচিতে যোগ দিতে ধর্মনগরে গিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্ত-সহ ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, রাস্তায় আতর্কিতে তাঁদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। প্রথমে গাড়িতে ইট মারা হয়। এরপর লাঠি, রড দিয়ে হামলা করা হয়। গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। ইটের আঘাতে আহত হন তৃণমূল নেতারা। পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব তৃণমূল নেতৃত্ব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ত্রিপুরা বিজেপির (Tripura BJP)  সাধারণ সম্পাদক কিশোর বর্মন।     


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)