ওয়েব ডেস্ক: সেন্সর বোর্ডের কাটছাট ,বিবিকে নিয়ে নানা বিতর্ক এমন অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পর এখন রমরমিয়ে চলছে প্রতীম ডি গুপ্তর সাহেব বিবি গোলাম। ছবি মুক্তির পর অভিনব প্রচারে টিম।


আরও পড়ুন- পার্টির টাকা জোগাড় করতে চলন্ত বাসে নগ্ন নাচ!(ভাইরাল ভিডিও)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মাল্টিপ্লেক্স হোক কিংবা সিঙ্গল স্ক্রিন, হইহই করে চলছে প্রতীম ডি গুপ্তর সাহেব বিবি গোলাম। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখার্জি, ঋত্বিক চক্রবর্তী, পার্ণো মিত্র এবং বিক্রম চ্যাটার্জি।এই সাফল্য সেলিব্রেট করার জন্য প্রিয়া সিনেমা হলে হাজির টিম সাহেব বিবি গোলাম।মাতলেন ট্যাক্সি রাইডে।



ছবিতে ট্যাক্সি চালকের ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী। পুরো ছবিটেই ট্যাক্সি চালিয়েছেন তিনি। ট্যাক্সি চালকের প্রেমিকা হলে কি হবে, ছবিতে ট্যাক্সি চালানোর অভিজ্ঞতা আছে পার্ণো মিত্রও। তবে প্রচারের অভিনব এই ভাবনার সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত ছবির 'সাহেব বিবি ও গোলাম'।