জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফকাণ্ডে (Saif Ali Khan Attack Case) পুলিসের সন্দেহের তালিকায় বাংলার মেয়ে খুকুমণি জাহাঙ্গীর শেখ। সোমবার তার খোঁজেই চাপড়ায় হাজির মুম্বই পুলিসের এক টিম। পুলিসের কাছে খবর ছিল যে ধৃত বাংলাদেশি শরিফুল ফকিরের পরিচিত খুকুমনি জাহাঙ্গির শেখ। নদিয়ার বাসিন্দা খুকুমণি জাহাঙ্গীর শেখের নামে এক তরুণীর আধার কার্ড দিয়ে তোলা সিম কার্ড ব্যবহার করত গ্রেফতার হওয়া শরিফুল। তাঁদের দাবি, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এই মহিলার সঙ্গেই যোগাযোগ করেছিল শরিফুল। সেই সূত্রেই বাংলায় এসে খুকুমণির খোঁজে বেরিয়ে পড়ে পুলিস। কিন্তু সামনে এল অন্য তথ্য। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Dona Ganguly | Sourav Ganguly: ফের সাইবার ক্রাইমের শিকার ডোনা গঙ্গোপাধ্যায়, উদ্বিগ্ন সৌরভ-পত্নী...


রবিবার কলকাতায় আসেন মুম্বই পুলিসের দুই সদস্যের প্রতিনিধি। সোমবার খুকুমণির খোঁজে তাঁরা যান নদীয়ায়। কিন্তু সিম কার্ডের ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায় না খুকুমণিকে। যে সিমের সূত্র ধরে মুম্বই পুলিসের এখানে আসা সেটি চার বছর আগে তোলা। তখন যে আধার কার্ড জমা দেওয়া হয়েছিল তাতে খুকুমণির নাম এবং ঠিকানা সঠিক রয়েছে। তবে ছবি বা বয়সের কোনও মিল পাওয়া যায়নি। সারা দিনের তদন্তের পর অবশেষে নদিয়ার মাজদিয়ায় খুকুমণির খোঁজ পেল মুম্বই পুলিস। 


আরও পড়ুন- Pori Moni: জামিন পেয়ে চোখে জল, 'কাউকে ছেড়ে কথা বলব না', সাফ জবাব পরীমণির...


দিনের শেষে জানা যায়, ঝিটকি পোতা পশ্চিমপাড়া কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকা, তাঁর পিসির বাড়িতেই থাকেন এখন খুকুমণি। খুকুমণি নদিয়ার চাপড়া এলাকায় থাকতেন,তার মোবাইল চুরি হয়ে গিয়েছিল। ৪ মাস আগে কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তার দেখাতে এসেছিলেন তিনি, মুম্বই পুলিসের কাছে খুকুমণির দাবি, হাসপাতাল থেকেই খোয়া যায় তাঁর মোবাইল ফোন। এরপর তাঁকে গ্রেফতার করেনি পুলিস। জিজ্ঞাসাবাদের পরেই ছেড়ে দেওয়া হয় তাঁকে। খুকুমণির হারিয়ে যাওয়া মোবাইলের সিম কার্ড কীভাবে পৌঁছল শরিফুলের কাছে ? তদন্ত জারি মুম্বই পুলিসের।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)