নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে 'স্বজনপোষণ' বিতর্কে সরগরম গোটা দেশ। আর এরই মাঝে সম্প্রতি একটি সেমিনারে গিয়ে সইফ আলি খান মন্তব্য করেন, 'আমিও স্বজনপোষণের শিকার'। আর সইফের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলিউডে স্বজনপোষণ প্রসঙ্গে কঙ্গনা যে মন্তব্য করেছেন, সেবিষয়ে সইফ একেবারেই সহমত প্রকাশ করেননি। তাঁর কথায়, ''কফি উইথ করণ নিয়ে কঙ্গনা কী বলেছে আমার ধারনা নেই। তবে যদি করণের বিষয় ওঠে বলব, ও কিন্তু নিজেকে নিজেই তৈরি করেছে, তবেই ও আজ এই জায়গায় গিয়েছে। এর জন্য ওকেও অনেক বাধা অতিক্রম করতে হয়েছে। সত্য সবসময় জটিল। এর মধ্যে আরও অনেক বিষয় রয়েছে। তবে লোকজন সেবিষয়ে আগ্রহী নয়। আমার মনে হয় জোয়ার শেষ হয়েছে, এবার ভালো জিনিস জ্বলে উঠবে।''


আরও পড়ুন-''সুশান্ত আমার থেকে অনেক বেশি উজ্জ্বল'', মানলেন সইফ আলি খান


স্বজনপোষণ বিতর্ক নিয়ে সইফ বলেন, ''দেশে যে বৈষম্য রয়েছে সেটা অবশ্য বিশ্লেষণ করা উচিত। স্বজনপোষণ, পক্ষপাতিত্ব, শিবির, এগুলি সবই বিভিন্ন বিষয়। আমি নিজেও স্বজনপোষণের শিকার হয়েছিলাম, কিন্তু তখন কেউ এই বিষয়টা নিয়ে কথাই বলেনি। তখন ফিল্ম ইনস্টিটিউট থেকে আসা ছেলেমেয়েরা পুরোভাগে থাকত, সেগুলি খুশি হয়েই দেখেছি। এই বৈষম্য নিয়ে যখন কথা হয়, যখন যোগ্যতার পক্ষে কথা হয়, তখন সেগুলি স্বাগত জানাই।''


আর সইফের এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়া ব্যাপক ট্রোলিংয়ের শিকার হতে হচ্ছে শর্মিলা পুত্রকে। দেখুন কে কী লিখছেন...















প্রসঙ্গত, সম্প্রতি ওই একই সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুতকে নিয়েও মুখ খোলেন সইফ আলি খান। তিনি স্বাকীর করে নেন, সুশান্ত তাঁর থেকে অনেক বেশি উজ্জ্বল।