ওয়েব ডেস্ক: অনেকদিনধরেই বলিউডের আনাচে কানাচে গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু তখনও কিছুই স্বীকার করেননি বেবো। সম্প্রতি সইফ আলি খান নিজেই করিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার জানিয়েছেন। এও জানিয়েছেন যে, ডিসেম্বরেই তাঁদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এবার এলিয়েন চাইল্ডের ভার নিলেন সলমন খান!


করিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে ইতিমধ্যেই পতৌদি পরিবারে খুশির আমেজ শুরু হয়ে গিয়েছে। সবাই তাঁদদের শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু সইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের কী প্রতিক্রিয়া এই বিষয়ে?


DNA-তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, করিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করায় মেজাজ হারালেন অমৃতা সিং। সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, 'আপনাদের এত সাহস কীভাবে হয় যে, কোনও ব্যক্তিকে ডেকে এনে এরকম সমস্ত প্রশ্ন করার? কে আপনি? এরপর কখনও আমাকে ডাকবেন না।'


আরও পড়ুন জানেন বিগ বস ১০-এর জন্য কত টাকা চেয়েছেন সলমন খান? চমকে যাবেন


প্রসঙ্গত, ২০১২ সালে বলিউড ডিভা করিনা কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সইফ আলি খান।