নিজস্ব প্রতিবেদন : ওয়াজিদ খানের মৃত্যুর ২ দিন পর প্রয়াত সঙ্গীত পরিচালক ভাইয়ের ভিডিয়ো শেয়ার করলেন সাজিদ খান। যেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে বসে পিয়ানো বাজাচ্ছেন ওয়াজিদ। মোবাইলের পিয়ানো অ্যাপ ডাউনলড করে সেখানেই পিয়ানো বাজাতে দেখা যায় ওয়াজিদকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : হাসপাতালে বসে গাইছেন 'হুড় হুড় দাবাং দাবাং', মৃত্যুর আগেও হাসি মুখে গান ওয়াজিদ খানের


দেখুন..


 



ভাইয়ের ভিডিয়ো শেয়ার করে সাজিদ খান লেখেন, ওয়াজিদ সব সময় জীবন্ত থাকবেন। সঙ্গীত কখনও ওয়াজিদকে ছাড়বে না আবার ওয়াজিদও কখনও সঙ্গীতকে ছেড়ে থাকেনি। তাই সাজিদের নামে, গানে ওয়াজিদ সব সময় জীবন্ত থাকবেন বলেও শোক বার্তায় জানান প্রায়ত সঙ্গীত পরিচালকের দাদা সাজিদ খান।


সম্প্রতি অসুস্থ হয়ে মুম্বইয়ের চেম্বুরের একটি হাসপাতালে ভর্তি হন ওয়াজিদ খান। জানা যায়, কিডনির সমস্যার সঙ্গে হৃদযন্ত্র বিকল হয়ে যায় তাঁর। সেই সঙ্গে করোনাতেও আক্রান্ত হন তিনি। তবে হাসাপাতালে ভর্তি হওয়ার ২ দিন পর হৃদযন্ত্র বিকল হয়েই সেষ পর্যন্ত মৃত্যু হয় ওয়াজিদ খানের। ওয়াজিদের মৃত্য়ুর পর বলিউড জুড়ে শোকের ছায়া নেমে আসে।