নিজস্ব প্রতিবেদন : সিল করে দেওয়া হল সাক্ষী তনওয়ারের আবাসন।  মুম্বইয়ের মালাডের ওই আবাসনে স্পেন ফেরত এক ব্যক্তির শরীরে কোভিড ১৯-এর সংক্রমণ পাওয়ার পরই বিএমসি-র তরফে ওই আবাসন সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : পরিবার থেকে দূরে, একা একাই কাটছে জয়া বচ্চনের জন্মদিন


রিপোর্টে প্রকাশ, মালাডের ওই আবাসনে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা আমির খানের দঙ্গল-এর অনস্ক্রিন স্ত্রী সাক্ষী তনওয়ার থাকেন। সাক্ষীর পাশাপাশি ওই আবাসনে টেলিভশনের আরও বেশ কয়েকজন জনপ্রিয় মুখের বসবাস।  যার মধ্যে রয়েছেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে ও শিবিন নারং। 


আরও পড়ুন : জলে ভাসছেন উর্বশী, লকডাউনের মাঝেও ইন্টারনেটে ঝড় তুলছেন অভিনেত্রী


শিবিন নারং জানান, গত সপ্তাহে বিএমসি-র এক আধিকারিক হাজির হন তাঁদের আবাসনে। সেখানেকার বাসিন্দাদের প্রত্যেকের ট্রাভেল হিস্ট্রি জানতে চান তিনি। পাশপাশি কেউ অসুস্থ বোধ করছেন কি না, তাও জানতে চাওয়া হয়। এরপরই জানানো হয়, ওই আবাসনের এক বাসিন্দা সম্প্রতি স্পেন থেকে ফিরেছেন এবং তাঁর শরীরে মিলেছে করোনার সংক্রমণ।  ফলে ওই আবাসন সিল করা হচ্ছে বলে জানানো হয় বিএমসির তরফে। 


তরফে আবাসন সিল করার পরপরই সেখানকার বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে ওষুধপত্র, সবকিছুই সময় মতো পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান শিবিন নারং।