স্বরূপ দত্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সলিল রানারকে অনুভব করেছেন, আজ পিত্‍জা বয়ের কথা কে ভাববে!


বাংলায় গান ছিল কী ছবিতে? আমি, তুমি আর আমাদের প্রেম। এর বাইরেও যে গান হতে পারে, মনেই হতো না শুনে। সলিল চৌধুরি যে অন্যরকম। বোঝালেন, আমি, তুমির বাইরেও আমাদের এ পৃথিবীতে কোনও কোনও মানুষ আছেন। তাঁরাও বেঁচে রয়েছেন। কারও কষ্টকে তুলে আনাও গান হতে পারে। আমার কষ্ট, কষ্ট, আর বাকি পৃথিবী, ‘যাক যা গেছে তা যাক’ নয় শুধু।


তাই সুকান্তর রানার সত্যিই পথ চলা শুরু করল। সুকান্ত ভাল লিখতেন নতুন করে বলার নেই। কিন্তু এ কথা বোঝানোর জন্য কোনও যুক্তিও দরকার নেই যে, কোনও লেখা সুর পেলে, তা মানুষকে আরও ভাল লাগায়। মানুষের স্মরণে আরও বেশি থাকে। রানার পথ আগেও চলত। কিন্তু সলিলের সুরে রানারের দৌড় হয়ে উঠেছে চিরকালীন। এটা উপলব্ধির।


গাঁয়ের বধুর কথা কেউ যে আগে কখনও শোনাননি ওভাবে। চিরকালীন হেমন্তর স্বরে যখন গাঁয়ের বধূর বারোমাস্যা, বাঙালি গুনগুন করে গেয়ে উঠল, কে জানে মন বলে, ওই বধূর জীবন সার্থক হল। তার জন্য সলিলকে বলব না? শুধু গানের মাধ্যেমই বদলে দিয়েছিলেন সমাজটাকে!