স্বরূপ দত্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই ভারতের সেরা সুরকার কে? এককথায় এ উত্তর দেওয়া যাবে না। তবু, কখনও কখনও কাউকে দিতে হয় বইকি! CNN-কে মানেন নিশ্চয়ই। ওরা বেঁছে নিয়েছে। ইলাইয়া রাজা। আপনার যে কোনও নাম মনে হতে পারে। কিন্তু সেরা ইলাইয়া রাজা, দুটো যুক্তির বিচারে। এক, লোকটা চার-চারটে জাতীয় পুরস্কার পেয়েছেন শুধু ছবিতে সুর করে! দুই, যেটা অকাট্য যুক্তি। ইলাইয়া রাজা ১০০০-এরও বেশি ছবিতে সুর করেছেন!(হ্যাঁ, এক হাজারেরও বেশি)


একটা গানে সুর করতে কত দিন লেগে যায় মানুষের। আর ইলাইয়া রাজা নাকি এক হাজারের বেশি ছবিতে সুর করেছেন! এবং, এখনও করছেন। তাঁর পিডলি সি বাতে, শুনে রাতে ফ্লোরে নাচছে আজকের ১৭-১৮! সেরা না বলে উপায় আছে?


কিন্তু সেরা হিসেবে লিখতে বসেছি তো সলিলকে নিয়ে। তাহলে কীভাবে প্রমাণ করব, ইলাইয়া রাজা নন, সলিল চৌধুরিই সেরা। খুব সহজ। সলিলের যে মিউজিক্যাল ট্রুপ ছিল, তাতে গিটারিষ্ট ছিলেন ইলাইয়া রাজা। বলতেন, ‘সলিলদাই দেশের সবথেকে বড় সুরকার’! কী বলবেন এবার? সলিল চৌধুরি সত্যিই এত বড়। এতে না আছে কোনও বিষ্ময়বোধক চিহ্ন, না আছে সত্যি না মিথ্যে জিজ্ঞাসা করা।