ওয়েব ডেস্ক : কৃষ্ণসার হত্যা মামলায় আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন সলমন খান। আজ যোধপুর আদালতে  হাজিরা দেন সলমন, সোনালি বেন্দ্রে, নীলম এবং সইফ আলি খান। সলমনের দাবি, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৯৮-এ হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং চলাকালীন যোধপুরের কঙ্কনি গ্রামে দুটি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে দীর্ঘদিন ধরে  মামলা চলছিল সলমন খানের বিরুদ্ধে। গত সপ্তাহেই প্রমাণের অভাবে অস্ত্র আইন সংক্রান্ত মামলায় বেকসুর খালাস পান সলমন। এদিন যোধপুর আদালতে সলমন দাবি করেন, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তাঁকে মোট ৬৫টি প্রশ্ন করেন বিচারক। তবে বেশিরভাগ অভিযোগই ভুল বলে দাবি করেন সলমন।


চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দলপত সিং রাজপুরোহিত তাঁকে প্রশ্ন করেন, দুজন আপনাকে দেখেছেন কৃষ্ণসার হরিণ শিকার করতে। উত্তরে সলমন বলেন, এটা ভুল অভিযোগ। বিচারকের পরের অভিযোগ,লাইসেন্সহীন অস্ত্র ব্যবহার করেছেন আপনি। এবারও সলমনের উত্তর, ভুল অভিযোগ। পরবর্তী প্রশ্ন,  যে গাড়ি আপনি  শিকার করতে নিয়ে গিয়েছিলেন তাতে পাওয়া গেছে রক্তের দাগ এবং হরিণের লোম। এবারও সলমন বলেন,  ভুল অভিযোগ করা হচ্ছে।  


সবশেষে বিচারকের প্রশ্ন, আপনার ধর্ম কী? উত্তরে সলমন বলেন, "আমি ভারতীয়।" কৃষ্ণসার হত্যা মামলায় আদালতে নিজেকে নির্দোষ দাবি করার  পাশাপাশি সলমনের এই দাবিই এখন খবরের শিরোনামে। সলমনের পাশাপাশি রেকর্ড করা হয় সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলমের বয়ানও।


আরও পড়ুন, সিডিউস করে চুরির ফন্দি বিশ্বখ্যাত মডেলের; ধরা পড়ল পুলিসের জালে